আজ ৬ অক্টোবর ২০১৭, শুক্রবার,
বাংলাদেশ সময় রাত ১০:১৫, ভারতে রাত ৯:৪৫ এবং ওয়াশিংটনে বেলা ১২টা ১৫ মিনিটে VOA থেকে
প্রচারিত হয় কলিং শো “আলাপন”।
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া না যাওয়া নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। প্রধান বিচারপতি তো ছুটিতে যেতেই পারেন- তাহলে কেন এই আলোচনা, তা জানতেই ভয়েস অব আমেরিকার (VOA) আজকের কলিং শো আলাপনের বিষয় "বাংলাদেশের বিচার বিভাগ এবং প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গ।"
আর আজকের আলাপনে ভিওএ’র সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট দিলরুবা সারমিন এবং একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা।
এছাড়া আলোচনায় শ্রোতাদের
মধ্যে অংশ নিয়েছেন বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং
চট্টগ্রাম থেকে লিয়াকত আলী।
অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন
তাওহীদুল ইসলাম।
এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ
ইস্যুতে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ভয়েস অব আমেরিকা (ভিওএ)-কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
VOA আলাপন অডিও লিংক:
VOA ১ ঘন্টা অনুষ্ঠানের
অডিও লিংক:
গুগল ড্রাইভ অডিও লিংক:
No comments:
Post a Comment