রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে “জনজীবনে বেতারের গুরুত্ব” শীর্ষক আলোচনা অনুষ্ঠান
“জনজীবনে বেতারের গুরুত্ব” শীর্ষক আলোচনা অনুষ্ঠান ২৪
নভেম্বর ২০১৭, শুক্রবার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় পোয়াপাড়া ইপসা মিলনায়তনে
সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
বিনোদন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, জনসচেতনতা-স্বাস্থ্য ও
পুষ্টি, কৃষি, পরিবেশ উন্নয়ন, জননিরাপত্তা, তথ্য-যোগাযোগ-বিজ্ঞান ও প্রযুক্তি,
শিল্প-বাণিজ্য, আইন, দেশ-বিদেশ ইত্যাদি ক্ষেত্রে সমাজে বেতারের যে গুরুত্বপূর্ণ
অবদান রয়েছে তা তৃণমূলের জনগণের মাঝে আরো বিস্তৃত ভাবে তুলে ধরতে সাউথ এশিয়া রেডিও
ক্লাবের রাঙ্গামাটি জেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।
চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর ও সাউথ এশিয়া রেডিও
ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাউখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানী চাকমা (কৃপা) এবং বাংলাদেশ পল্লী
উন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) কাউখালীর সাবেক চেয়ারম্যান মো: বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
কাউখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ওমর ফারুক, সাবেক সভাপতি মো: আবুল কালাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব – রাঙ্গামাটি জেলা শাখার প্রথম সভাপতি মো: ফারুক, সাউথ এশিয়া রেডিও ক্লাব – চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,
সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি রিনা বেগম, ডা: মো: দিদারুল আলম, মো: জামাল, মো:
আব্দুল হালিম তালুকদার, মো: আব্দুল জলিল, মো: আব্দুল করিম, মো: বশির মিয়া, সাধন
কুমার চাকমা, মো: আরিফুল ইসলাম, মো: রহমত উল্লাহ, মো: আলাউদ্দিন, মো: হাসান, মো:
তাজুল ইসলাম, মো: সারোয়ার, মো: জয়নাল আবেদীন, মো: আরিফুল ইসলাম, মো: নুরুল ইসলাম
এবং ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গৌরবময় ৫০ বছর পূর্তিতে “সুবর্ণজয়ন্তী”
উৎসব উদযাপিত
নানা কর্মসূচির মাধ্যদিয়ে
পালিত হয়েছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণজয়ন্তী। ১৯৬৭
সালের ১৬ই নভেম্বর বিকেল ৫:০৫ মিনিটে তৎকালীন সহকারী আঞ্চলিক পরিচালক আহমদ-উজ-জামান
এবং আঞ্চলিক প্রকৌশলী মো: আসাদুজ্জামানের নেতৃত্বে রংপুর অঞ্চলের ইথারে প্রথম ভেসে
আসে গোলাম কবীরের ঘোষণা “রেডিও পাকিস্তান, রংপুর”। যা পরবর্তিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের
পর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় নতুন করে যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার, রংপুর
নামে। হাটি হাটি পা পা করে সেই বেতার ২০১৭ সালে পূর্ণ করেছে তার অর্ধশত বছর। বৃহস্পতিবার
রংপুর বেতারের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্য দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি প্রথমে জাতীয়
পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর সকলে
র্যালীতে অংশ নেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক
নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মশিউর
রহমান রাঙ্গা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনের বাহক
এই রংপুর বেতার। রংপুর অঞ্চলের এক সময় মানুষের বিনোদনের চাহিদা মেটাতে এই বেতার ছিলো
একমাত্র মাধ্যম। রংপুরের মানুষ মনের প্রফুল্ল রংপুর বেতারের মাধ্যমেই খুঁজে পেত। রংপুর
বেতারের মাধ্যমে আমাদের ঐতিহ্য ভাওয়াইয়া গানকে আমরা খুঁজে পেতাম। আমাদের সংস্কৃতিকে
ধরে রাখতে রংপুর বেতারকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
এমপি, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার
এ বি এম জাকির হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, বাংলাদেশ
বেতারের উপ মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, উপ মহাপরিচালক (বার্তা) হোসনে
আরা তালুকদার প্রমূখ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে
রংপুর বেতার অঞ্চলের ৫’শরও বেশি শ্রোতা এবং শ্রোতাক্লাবের প্রতিনিধি অংশগ্রহণ করে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বিশেষ আমন্ত্রণে
দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া রংপুর অঞ্চলের বাহির থেকেও
৬/৭ জন বিশেষ শ্রোতা ও শ্রোতা সংগঠক অনুষ্ঠানে অংশ নেয়। সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঠাকুরগাঁও
শাখার সাধারণ সম্পাদক মো: আবু সায়েমও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী
অনুষ্ঠানে সমাপনী দিনের মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। বিশিষ্ট
সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, রনজিত কুমার রায়, পল্লবী সরকার মালতি এবং বাংলাদেশ বেতারের
মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন।
এরপর শুরু হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। ভাগ্যক্রমে ৩০টি পুরস্কারের মধ্যে একটি জিতেন
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল। তার হাতে
পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।
I got this excellent and attractive Ceramic Mug from Rangpur Betar. This gift was given by Radio Announcer’s
Club (RANC), Rangpur on the 50th anniversary (Golden
Jubilee) celebration of Bangladesh Betar, Rangpur at 17-11-2017.
Thanks a lot to RANC- Rangpur.
বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব “সুবর্ণ
জয়ন্তী” অনুষ্ঠানের দ্বিতীয় বা শেষ দিন অর্থাৎ ১৭/১১/২০১৭ খ্রি:, শুক্রবার সাংস্কৃতিক
অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর শেষে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তাকে রেডিও অ্যানাউন্সারর্স
ক্লাব, রংপুরের পক্ষ থেকে একটি সুদৃশ্য ‘সিরামিক মগ’ উপহার দেয়। মগের গায়ে বাংলাদেশ
বেতার, রংপুরের সুবর্ণ জয়ন্তী লেখা সহ RANC–এর
লগো ছাপানো আছে। নি:সন্দেহে মগ-টি রংপুর বেতারের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি উৎসবের
স্মৃতি বহন করে।
সৌভাগ্যক্রমে আমি এবং রংপুরের আরেকজন ফটোসাংবাদিকও পেয়েছিলাম
এই মূল্যবান উপহারটি। RANC–কে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই
মূল্যবান উপহারটি আজীবন আমার ক্ষুদ্র বেতার জাদুঘরের শোকেসে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত
থাকবে এবং প্রতিদিন স্মরণ করিয়ে দিবে আপনাদের ভালোবাসার কথা।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
এবং
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশ।