শ্রোতাবন্ধুরা,
আগামীকাল শনিবার, ১১/১১/২০১৭ খ্রি:, সন্ধ্যা ০৬:০০টায় ঢাকা-
FM: 102 ও চট্টগ্রাম- FM: 90.0 মেগাহার্জে এবং সন্ধ্যা ০৭:০০টায় MW: 1188, SW:
9.490, 9.600, 11.610 কিলোহার্জে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বেইজিং থেকে শুনুন
“ই-কমার্স” বিষয়ক বিশেষ অনুষ্ঠান।
এছাড়া অনুষ্ঠানটির পুনপ্রচার শুনুন-
রবিবার,
১২/১১/২০১৭ খ্রি:, সকাল ০৮:০০টায় SW: 9.655, 11.640 কিলোহার্জে এবং
সকাল ০৯:০০টায় ঢাকা- FM: 102 ও চট্টগ্রাম- FM: 90.0 মেগাহার্জে।
=============================================
ই-কমার্স এসোসিয়েশন অব
বাংলাদেশ বা ই-ক্যাবের তিন বছর পূর্তি উৎসব বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে রাজধানীর
ডিওএইচএস রাওয়া ক্লাবে। এতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আনিস এ খান, ই-ক্যাবের উপদেষ্টা
ও এফবিসিসিআই-এর পরিচালক বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ
সহ ই-কমার্সের উদ্যোক্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে
তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ই-কমার্সের উন্নয়নে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সরকারের পরিকল্পনার
কথা তুলে ধরেছেন।
চীন আন্তর্জাতিক বেতারকে
দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইসিটি খাতের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি, আগামীর সম্ভাবনা
নিয়েও কথা বলেছেন তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ই-ক্যাবের উপদেষ্টা ও
এফবিসিসিআই-এর পরিচালক বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার তার বক্তব্যে ই-কমার্স খাতের নানান
দিক তুলে ধরেছেন।
বাংলাদেশের ই-কমার্স খাতের
সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের মাধ্যমে দেশের ই-কমার্স
খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষ্যে ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
(ই-ক্যাব) যাত্রা শুরু করে।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব
পরিবেশন সৃষ্টি করার লক্ষ্যে সরকার ই-কমার্স উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে
নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দিকনির্দেশনা
ও ই-ক্যাবের প্রচেষ্টার ফলে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ই-কমার্স নীতিমালা প্রণয়ন
সংক্রান্ত কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জাতীয় ই-কমার্স নীতিমালা
প্রণীত ও বাস্তবায়ন হলে দেশে আস্থাশীল ও নির্ভরযোগ্য ই-কমার্সবান্ধব পরিবেশ সৃষ্টি
হবে এবং এ খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment