বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গৌরবময় ৫০ বছর পূর্তিতে “সুবর্ণজয়ন্তী”
উৎসব উদযাপিত
নানা কর্মসূচির মাধ্যদিয়ে
পালিত হয়েছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণজয়ন্তী। ১৯৬৭
সালের ১৬ই নভেম্বর বিকেল ৫:০৫ মিনিটে তৎকালীন সহকারী আঞ্চলিক পরিচালক আহমদ-উজ-জামান
এবং আঞ্চলিক প্রকৌশলী মো: আসাদুজ্জামানের নেতৃত্বে রংপুর অঞ্চলের ইথারে প্রথম ভেসে
আসে গোলাম কবীরের ঘোষণা “রেডিও পাকিস্তান, রংপুর”। যা পরবর্তিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের
পর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় নতুন করে যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার, রংপুর
নামে। হাটি হাটি পা পা করে সেই বেতার ২০১৭ সালে পূর্ণ করেছে তার অর্ধশত বছর। বৃহস্পতিবার
রংপুর বেতারের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্য দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি প্রথমে জাতীয়
পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর সকলে
র্যালীতে অংশ নেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক
নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মশিউর
রহমান রাঙ্গা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনের বাহক
এই রংপুর বেতার। রংপুর অঞ্চলের এক সময় মানুষের বিনোদনের চাহিদা মেটাতে এই বেতার ছিলো
একমাত্র মাধ্যম। রংপুরের মানুষ মনের প্রফুল্ল রংপুর বেতারের মাধ্যমেই খুঁজে পেত। রংপুর
বেতারের মাধ্যমে আমাদের ঐতিহ্য ভাওয়াইয়া গানকে আমরা খুঁজে পেতাম। আমাদের সংস্কৃতিকে
ধরে রাখতে রংপুর বেতারকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
এমপি, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার
এ বি এম জাকির হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, বাংলাদেশ
বেতারের উপ মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, উপ মহাপরিচালক (বার্তা) হোসনে
আরা তালুকদার প্রমূখ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে
রংপুর বেতার অঞ্চলের ৫’শরও বেশি শ্রোতা এবং শ্রোতাক্লাবের প্রতিনিধি অংশগ্রহণ করে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বিশেষ আমন্ত্রণে
দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া রংপুর অঞ্চলের বাহির থেকেও
৬/৭ জন বিশেষ শ্রোতা ও শ্রোতা সংগঠক অনুষ্ঠানে অংশ নেয়। সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঠাকুরগাঁও
শাখার সাধারণ সম্পাদক মো: আবু সায়েমও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী
অনুষ্ঠানে সমাপনী দিনের মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। বিশিষ্ট
সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, রনজিত কুমার রায়, পল্লবী সরকার মালতি এবং বাংলাদেশ বেতারের
মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন।
এরপর শুরু হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। ভাগ্যক্রমে ৩০টি পুরস্কারের মধ্যে একটি জিতেন
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল। তার হাতে
পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।
No comments:
Post a Comment