মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব- সিলেট সদর
উপজেলা শাখার যৌথ উদ্যোগে সিলেট গোলাপগঞ্জে
“বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২০১৮” অনুষ্ঠিত
মিসারেবল ওয়েলফেয়ার
এসোসিয়েশন এবং চীন
ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক
অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর সিলেট সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে
সিলেট গোলাপগঞ্জ উপজেলার ৯নং আমুড়া ইউনিয়নের উপর ঘাগুয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে
“বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২০১৮”।
২৬ জানুয়ারি শুক্রবার
সকাল ৯টায় উপর ঘাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপী এ ক্যাম্প
অনুষ্ঠিত হয়।
মিসারেবল ওয়েলফেয়ার
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাউথ এশিয়া রেডিও ক্লাব – সিলেট সদর উপজেলা শাখার
সভাপতি তাছমিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৯নং আমুড়া ইউনিয়ন পরিষদের ২নং ঘাগুয়া
ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,
মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য কুলসুমা আক্তার লাকী (সহ-সভাপতি,
সার্ক-সিলেট সদর), নাহিদা আক্তার, মোসা: যোবাইদা খাতুন (যুগ্ম সম্পাদক,
সার্ক-সিলেট সদর), তানভীর আহমদ (নির্বাহী সদস্য, সার্ক-সিলেট সদর), মো: আব্দুল
মোমিন (প্রচার সম্পাদক, সার্ক-সিলেট সদর), ফাহমিদা ইয়াছমিন ইভা (অর্থ সম্পাদক,
সার্ক-সিলেট সদর), মো: কামরুল ইসলাম সুমন, শিয়াবুল ইসলাম চৌধুরী, মাসুদ খান, লায়লা
আক্তার, তানিয়া আক্তার, আতকিয়া মাসুদ মনি, সাদিয়া আক্তার রুমা, রাহাদ আহমদ, মো:
আবু তাহের মোল্লা (সাধারণ সম্পাদক, সার্ক-সিলেট সদর)। স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, উপর ঘাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
লিপি বেগম, মো: জয়নাল আবেদিন, মো: ময়নুল ইসলাম, মো: শামীম উদ্দিন, মো: জহির
রায়হান, মো: পারভেজ আলম, মো: মোস্তফা মিয়া, ফখরুল ইসলাম, মো: মাইন উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য,
“বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২০১৮”-এ সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
নারী, পুরুষ ও শিশু সহ প্রায় ৪’শ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
No comments:
Post a Comment