“রেডিও শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে ইন্দোনেশিয়া ও চীন থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সিলেট সদর উপজেলা শাখা এবং এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ উপলক্ষ্যে আগামীকাল ৬ জানুয়ারি ২০১৮ খ্রি:, শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট রিকাবী বাজার কবি নজরুল অডিটোরিয়ামস্থ মুক্তপ্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Tasmina Begum |
ইতিমধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর সাংবাদিক দিদারুল ইকবালের নির্দেশে তাসমিনা বেগম-কে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, মোসা: যোবাইদা খাতুন, মো: আবু
তাহের, বর্ষা খাতুন এবং ফাহমিদা ইয়াছিমিন ইভা। সিলেট সদর উপজেলায় অবস্থানরত বেতার শ্রোতাদের সমন্বয়ে আলাপ-আলোচনার ভিত্তিতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সিলেট সদর উপজেলা শাখা এবং এর সাত সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। শনিবার বিকেল সাড়ে তিনটায় যথাসময়ে আগ্রহী সকল বেতার শ্রোতাকে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আহবায়ক তাসমিনা বেগম।
উল্লেখ্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সিলেট সদর উপজেলা শাখা গঠন উপলক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) সহ অন্যান্য বেতার থেকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদদাতা,
মো: চাঁন মিয়া
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব
সিলেট জেলা শাখা
মোবাইল: ০১৭৩০-৮৯৪৫০৩
No comments:
Post a Comment