Awareness
Campaign on “Child Helpline-1098 & Rumors” in various educational Institutions
“পদ্মা সেতুর জন্য শিশুর মাথা ও রক্ত লাগবে” বলে দেশের বিভিন্ন প্রান্তে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এর ফলে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিভাবকরাও হয়ে পড়েছেন আতঙ্কিত। এই গুজব প্রতিরোধে সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে।
“পদ্মা সেতুর জন্য শিশুর মাথা ও রক্ত লাগবে” বলে দেশের বিভিন্ন প্রান্তে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এর ফলে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিভাবকরাও হয়ে পড়েছেন আতঙ্কিত। এই গুজব প্রতিরোধে সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে।
২৫ জুলাই বৃহস্পতিবার
সিলেট নগরীর লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে
“শিশুর সহায়তায় ফোন- ১০৯৮ এবং গুজব” নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। শিক্ষার্থীদের
মধ্যে সাহস জোগাতে এবং সচেতন করতে এই ক্যাম্পেইন করা হয়। যাতে শিশুরা কোন ভাবেই গুজবের
শিকার না হয়।
এসময় শিশুর সহায়তায় ফোন-
১০৯৮ ও গুজবের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, সিএসপিবি প্রকল্প, সিলেট সদর উপজেলা
সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো: দিদারুল আলম, লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক বাবলী টার্নবুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব-সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া,
সিলেট চা বাগান ছাত্র-যুব কল্যাণ পরিষদ লাক্কাতুরা চা বাগান শাখা ও সাউথ এশিয়া রেডিও
ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় প্রমূখ।
সচেতনতামূলক সেশন চলাকালীন
সময়ে স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী অর্পিতা লোহার তাৎক্ষণিক ১০৯৮ নম্বরে ফোন করে এবং
এই নম্বরে ফোন করে একজন শিশু তার সুরক্ষায় কিভাবে সহায়তা পেতে পারে তা জানার চেষ্টা
করে।
সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো: দিদারুল আলম বলেন, বাংলাদেশে চলমান গুজবের
কারণে শিশু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের অভিভাবকরাও রয়েছেন
আতঙ্কে। যদি অভিভাবকরা একটু সচেতন হন তবে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। বাংলাদেশ সরকারের
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
শিশুরা বা স্কুলের শিক্ষার্থীরা গুজবের কারণে বা অন্য কোন কারণে যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্ত
না হয় সেজন্য সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ১০৯৮ এবং গুজব সংক্রান্ত
সচেতনতামূলক প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হবে। এছাড়া কোন শিশু যদি পাচার কিংবা
নির্যাতনের শিকার হয় তবে অতিদ্রুত ১০৯৮ নম্বরে ফোন করে সহায়তা নেওয়ার পরামর্শ দেন সমাজকর্মী
দিদারুল আলম।
সিএসপিবি প্রকল্প, সিলেট
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত “শিশুর সহায়তায় ফোন- ১০৯৮ ও গুজব” সংক্রান্ত
এই সচেতনতামূলক প্রচারণায় স্থানীয় ভাবে সহযোগিতা করছে বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব-সিলেট জেলা শাখা ও লাক্কাতুরা চা বাগান শাখা এবং
সিলেট চা বাগান ছাত্র-যুব কল্যাণ পরিষদ।
সংবাদদাতা,
মো: চাঁন মিয়া
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক)
সিলেট
জেলা শাখা
No comments:
Post a Comment