বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসে উদযাপিত হয়েছে ইন্দোনেশিয়ার ৭৪তম স্বাধীনতা দিবস।
১৭ আগস্ট ২০১৯, শনিবার সকালে দূতাবাসে ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী উদযাপনী অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোমারনো।
১৯৪৫ সালের এই দিনে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একসময় ডাচ এবং জাপানের উপনিবেশ ছিলো।
দিনব্যাপী স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন, বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসের কর্মকর্তা কর্মীবৃন্দ, বিভিন্ন দূতাবাসের আমন্ত্রিত কূটনৈতিকবৃন্দ, বাংলাদেশে বসবাসরত ইন্দোনেশিয়ান নাগরীকবৃন্দ এবং রেডিও রিপাবলিক অব ইন্দোনেশিয়া (আরআরআই) ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়ার বাংলাদেশস্থ জাতীয় শ্রোতা সংগঠন "ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সারর্স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)"-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল, উপদেষ্টা মোঃ ওসমান গণী, সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা, সদস্য মোঃ ইয়াকুব আলী, শাওন খান এবং লাবীব ইকবাল।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো, পতাকা উত্তোলন, কেক কাটা, ফটো সেশন, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী নাচ ও গান। গান পরিবেশন করেন ইন্দোনেশিয়া থেকে আগত শিল্পী ভনি শিলা। এছাড়া ছিলো খাদ্য উৎসব, হস্তশিল্প পণ্য প্রদর্শনী ও বিক্রয় এবং আকর্ষণীয় লাকী ড্র।
লাকী ড্র অনুষ্ঠানে ঢাকা-বালী-ঢাকা এবং ঢাকা-জাকার্তা-ঢাকা বিমান টিকেট, সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ওয়ালটন এলইডি টিভি, ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়ালটন ইলেকট্রিক কেটলিসহ বহু মূল্যবান পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ভাগ্যবানদের মধ্যে ছিলেন, ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সারর্স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল-ও।
লাকী ড্র অনুষ্ঠানে ঢাকা-বালী-ঢাকা এবং ঢাকা-জাকার্তা-ঢাকা বিমান টিকেট, সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ওয়ালটন এলইডি টিভি, ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়ালটন ইলেকট্রিক কেটলিসহ বহু মূল্যবান পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ভাগ্যবানদের মধ্যে ছিলেন, ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সারর্স ফোরাম অব বাংলাদেশ (ভিওআই-ডিএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল-ও।
No comments:
Post a Comment