অনুষ্ঠানের নাম: ইচ্ছে ডানা, পর্ব নং: ২৬
(শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার সদর দপ্তরের তত্বাবধানে নির্মিত ধারাবাহিক নাটক)
প্রচার কেন্দ্র: বাংলাদেশ বেতার, চট্টগ্রাম
উপস্থাপনায়: পারভিন আক্তার
সম্পাদনায়: মো: আশরাফুল আলম
প্রযোজনায়: তাবাস্সুম হক
তত্ত্বাবধানে: শাহীন আক্তার
প্রচার তারিখ, বার ও সময়: ২০/০৩/২০২০, শুক্রবার, বিকাল-০৫:৩০
কুইজের প্রশ্ন: নারী এবং শিশু নির্যাতনের ব্যাপারে সুরাহা পেতে কত নাম্বারে ফোন করা উচিৎ?
(ক) ১০৯৮ নাম্বারে;
(খ)
৯০১৪ নাম্বারে;
সঠিক উত্তর: (ক) ১০৯৮ নাম্বারে।
উত্তর পাঠাবার ঠিকানা:
প্রযোজক
ইচ্ছে ডানা, ২৬তম পর্ব,
প্রযত্নে: আঞ্চলিক পরিচালক
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
অথবা,
ই-মেইল: betarctgquiz@gmail.com
উত্তর পাঠানোর শেষ সময়: ২৫/০৩/২০২০, বৃহস্পতিবার, দুপুর-১২টা।
২৫ পর্বের কুইজ বিজয়ী শ্রোতা:-
(১)
ইব্রাহীম হোসাইন রানা
আহমেদ
ভিলা, হোল্ডিং নং- ১৪১,
গ্রাম-
জোবরা, ২ নং সড়ক,
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়, হাটহাজারী,
চট্টগ্রাম।
(২)
আহমেদ কবির তালুকদার
প্রযত্নে:
হাজী ওসমান গণী ভবন,
মেয়র
গলি, সাতকানিয়া, চট্টগ্রাম।
(৩)
কুলসুমা বেগম
ধুপপোল,
কাপ্তাই রোড, চট্টগাম।
মোবাইল: *****-৯১৯২৫৯
(*
৩য় বিজয়ী সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য)
অডিও রেকর্ডিং:
মো: রহমত উল্লাহ
সদস্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ।
অডিও রেকর্ডিং:
মো: রহমত উল্লাহ
সদস্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ।
অডিও লিংক:
No comments:
Post a Comment