বিশ্বব্যাপী প্রাণঘাতী Covid-19 বা করোনা মহামারীর মধ্যে এবার এক ভিন্ন রমজান পালন করছে বাংলাদেশসহ গোটা বিশ্বের ১৮০ কোটি মুসলিম।
বাংলাদেশের
এমন পরিস্থিতিতে
চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের শ্রোতারা করোনাকালীন সময়ে কিভাবে রমজানের রোজা পালন করছেন তা “ফোন-ইন” এর মাধ্যমে সিআরআই-কে জানিয়েছেন। আজ ২ মে
২০২০,
শনিবার,
শ্রোতাদের সাক্ষাৎকারটি প্রচারিত হবে
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলা
বিভাগের "মুক্তার কথা"
অনুষ্ঠানে।
আজ যাদের সাক্ষাৎকার প্রচারিত হবে,
(১) ঢাকা থেকে এ.কে.এম. নাসির উদ্দিন;
(২) চাঁপাইনবাবগঞ্জ থেকে শামীম উদ্দিন শ্যামল;
(৩) নওগাঁ থেকে মামুনুর রশীদ;
(৪) চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ;
(৫) চট্টগ্রাম থেকে মো: আমান উল্লাহ;
(৬) রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু।
অনুষ্ঠান উপস্থাপনা ও
প্রযোজনায়: ছাই
ইউয়ে
(মুক্তা)।
সাক্ষাৎকার গ্রহণে:
দিদারুল ইকবাল।
অনুষ্ঠানটি Mobile FM এবং FM Radio-তে বাংলাদেশে প্রচারিত হবে
সন্ধ্যা- ০৬:০০ থেকে ০৬:২৫ মিনিট পর্যন্ত যথাক্রমে, ঢাকা:
FM- 102.0 Mhz এবং
চট্টগ্রাম: FM- 90.0 Mhz এ।
এছাড়াও
শুধুমাত্র Radio-তে শ্রোতারা অনুষ্ঠানটি শুনতে
পারবেন
মিডিয়াম ওয়েভ
ও
শর্টওয়েভে বাংলাদেশ সময়
সন্ধ্যা- ০৭:০০ - ০৭:২৫
এবং
ভারতে
০৬:৩০ - ০৬:৫৫
মিনিট
পর্যন্ত যথাক্রমে MW: 1188 Khz, SW: 25MB- 11610 Khz এবং 31MB- 9490 ও 9600 Khz এ।
অনুষ্ঠানটি শোনার
জন্য
সকলকে
আমন্ত্রণ জানাচ্ছি।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চায়না মিডিয়া গ্রুপ (CMG)<<< আগের লিংক / পরের লিংক >>>
বাংলাদেশ মনিটর__অনুষ্ঠান নং: (২০২০/০৪)
No comments:
Post a Comment