বিশ্বব্যাপী শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বছর ঘুরে আবারও আসছে এ মাস। এই মাসে বিশ্বের মুসলিম সম্প্রদায় একযোগে রোজা রাখেন বা সিয়াম সাধনা করেন।
ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে রমজান মাসে রোজা রাখা তার মধ্যে তৃতীয় ফরজ। তাই প্রত্যেক মুসলমানের কাছে এ মাসটি অত্যন্ত পবিত্র, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে প্রত্যেক মুসলমানই এ সময় আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করেন। এ মাসে তারা প্রতিদিন সাহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা শুরু করেন এবং ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ করেন।
১৪৪১ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২০ সালের ২৫ এপ্রিল, শনিবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে রমজান মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান।
তবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে এ বছরের পবিত্র রমজান মাস একেবারেই ব্যতিক্রম। করোনা ভাইরাস (কোভিড-১৯)
এর মহামারীর কারণে এবার বিশ্বজুড়ে ১৮০ কোটি মুসলমানদের যে ধরণের কঠোর বিধিনিষেধের মধ্যে রোজা পালন করতে হচ্ছে, তার নজির ইতিহাসে বিরল।
করোনাভাইরাস (কোভিড-১৯) বদলে দিয়েছে পৃথিবীর জীবনযাত্রা। পরিবর্তন হয়েছে প্রাত্যহিক জীবনের চালচিত্র। এ বছর পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় মানুষের জীবন অনেকটাই থমকে গেছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারই প্রথমবারের মতো রমজান মাসকে স্বাগত জানানো হয়নি ঘটা করে। বাংলাদেশের কোথা্ও রমজানের সেই আনন্দোৎসব নেই। সর্বত্র যেন একটা বিষণ্ণতার ছোঁয়া। দেশে চলছে লকডাউন, ঘরবন্দী সবাই। সামনে অনিশ্চয়তার ছোঁয়া, অজানা ভবিষ্যৎ।
করোনা (কোভিড-১৯) ঠেকাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। রোজায়ও তা অব্যাহত রয়েছে। বর্তমান করোনাকালীন বিধি নিষেধের কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশের মুসলিমরা তাদের রীতিনীতি অনুযায়ী এবার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিদের নিয়ে সন্ধ্যায় ইফতার করতে পারছেন না। অথচ প্রতি বছর রোজার প্রথম দিন থেকেই বাংলাদেশের সর্বত্র আয়োজন করা হতো বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি এবং পড়া-মহল্লায় আত্মীয়-স্বজনদের ঘরে ঘরে ইফতার পাঠানোর ধুম পড়তো। এছাড়া এবারের রমজানে রাতে দল বেঁধে মসজিদে গিয়ে তারাবির নামাজও পড়তে পারছেন না মুসল্লিরা। মসজিদে তারাবির নামাজ না পড়ে মুসল্লিদের বাড়িতে তারাবিহ পড়তে অনুরোধ করেছে সরকার।
বাংলাদেশের এমন পরিস্থিতিতে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের শ্রোতারা করোনাকালীন সময়ে কিভাবে রমজানের রোজা পালন করছেন তা “ফোন-ইন” এর মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে।
ফোন-ইন এ অংশ নিয়েছেন,
(১) ঢাকা থেকে এ.কে.এম. নাসির উদ্দিন;
(২) চাঁপাইনবাবগঞ্জ থেকে শামীম উদ্দিন শ্যামল;
(৩) নওগাঁ থেকে মামুনুর রশীদ;
(৪) চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ;
(৫) চট্টগ্রাম থেকে মো: আমান উল্লাহ।
(৬) রংপুর থেকে আতাউর রহমান রঞ্জু।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে এবার এক ভিন্ন রমজান পালন করছে বাংলাদেশসহ গোটা বিশ্বের ১৮০ কোটি মুসলিম। মহান সৃষ্টিকর্তা সারা বিশ্বের মুসলিম উম্মাহ সহ সকলকে করোনা নামক এই মহামারী থেকে হেফাজত করুক, মুক্ত করুক। এ রমজান সবার ভালো কাটুক, ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক পবিত্র রমজানের আনন্দ। রমজান মাসের কল্যাণে করোনার ভয়াবহ ছোবল থেকে শিগগিরই পুরো পৃথিবী আবার আগের মতো শান্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে এমনটাই প্রত্যাশা দেশের ধর্মপ্রাণ মুসলিমদের।
শুধু মুসলিম নয়, পৃথিরী আবার ফিরে আসুক তার আগের রূপে, সবকিছু ফিরে পাক তার সেই হারিয়ে যাওয়া কর্মচাঞ্চল্য মহান আল্লাহর কাছে করোনা থেকে মুক্তির আকুতি এখন সকলের।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)
বাংলাদেশ।
মোবাইল: 01711-054985
====================
সাক্ষাৎকার গ্রহণের তারিখ: ২৯/০৪/২০২০
রেকর্ডিংকৃত সাক্ষাৎকারের অডিও লিংক:
অনুষ্ঠান প্রচারের সম্ভাব্য তারিখ: ০২/০৫/২০২০,
শনিবার
অনুষ্ঠানের নাম: মুক্তার কথা
উপস্থাপনা ও প্রযোজনায়: ছাই ইউয়ে (মুক্তা)
সাক্ষাৎকার গ্রহণ: দিদারুল ইকবাল
<<< আগের লিংক / পরের লিংক >>>
No comments:
Post a Comment