১লা অক্টোবর বাংলাদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এই উপলক্ষে একটি বিশেষ উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেট লাক্কাতুরা চা বাগান শাখা।
শুক্রবার, ২ অক্টোবর ২০২০ সকাল ১১টায় লাক্কাতুরা চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন ক্লাবের লাক্কাতুরা চা বাগান শাখা সভাপতি বিক্রম রায়।
বাংলাদেশ এবং বিশ্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ অত্যন্ত সক্রিয় একটি শ্রোতাক্লাব। ক্লাবটি বেতারের শ্রোতা বৃদ্ধি এবং বেতার অনুষ্ঠানের মানউন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইতিমধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ইন্দোনেশিয়া, চীন এবং ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে। এছাড়াও ফিলিপাইন, রাশিয়া, জাপান, জার্মান, কোরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, রোমানিয়া, ইরান সহ আরো বেশ কয়েকটি দেশের রেডিও সেন্টার থেকে বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার অর্জন করেছে।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
Others Link: