বাংলাদেশ ভিয়েতনামের জনগণের সম্পর্ক অনেক উন্নত
--ড. মির শাহ আলম
ভিয়েতনামিয় রাষ্ট্রীয় বেতার সম্প্রচার মাধ্যম “ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
১১ সেপ্টেম্বর, শুক্রবার সকালে সিলেট শাহপরান, গ্রীণল্যান্ড বাহুবল আবাসিক এলাকায় “ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, ক্লাব সদস্য মোখলেছুর রহমান, তাহমিনা আক্তার লিমা, শাহরিয়া আহমদ শাহী, রায়হান উদ্দীন, ফয়সাল আকন্দ, ব্যাংকার জুলহাস উদ্দীন, জকিগঞ্জ ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, মাকসুদ বিন মালিক ইমন, মো: আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন ভূঁইয়া সোহাগ মিয়া, শিশু শ্রোতা সদস্য লাবীব ইকবাল, নার্গিস জাহান ইমা, মাহফুজুর রহমান প্রমূখ।
No comments:
Post a Comment