১লা অক্টোবর বাংলাদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর
বিভিন্ন শাখা।
বাংলাদেশ এবং বিশ্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ অত্যন্ত সক্রিয় একটি শ্রোতাক্লাব। ক্লাবটি বেতারের শ্রোতা বৃদ্ধি এবং বেতার অনুষ্ঠানের মানউন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইতিমধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ইন্দোনেশিয়া, চীন এবং ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে। এছাড়াও ফিলিপাইন, রাশিয়া, জাপান, জার্মান, কোরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, রোমানিয়া, ইরান সহ আরো বেশ কয়েকটি দেশের রেডিও সেন্টার থেকে বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার অর্জন করেছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রায় ৫০টি শাখা রয়েছে এবং এর সদস্য সংখ্যা কয়েক হাজার। অক্টোবরের প্রথম সপ্তাহে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বেশ কয়েকটি শাখা অত্যন্ত আনন্দঘন পরিবেশে ক্লাবের ২৩তম বার্ষিকী উদযাপন করবে। উদযাপনি অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের
লক্ষ্য, উদ্দেশ্য, আন্তর্জাতিক অর্জন, ক্লাবের পরবর্তি কর্মসূচি এবং বিভিন্নি আন্তর্জাতিক বেতার কার্যক্রম নিয়ে আলোচনা করবেন।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
মিরপুর, ঢাকা।
Others Link:
http://sarc97.blogspot.com/2020/09/sarc-dhaka.html
No comments:
Post a Comment