বাংলাদেশ
বেতারের
অন্যতম
জনপ্রিয়
ও
শ্রোতানন্দিত
অনুষ্ঠান
“জনসংখ্যা
স্বাস্থ্য
ও
পুষ্টি
সেল”-এর
পরিচালক
আমান
উল্লাহ
মাসুদ
হাসান
এর
মৃত্যুতে
শোকা
সভা
অনুষ্ঠিত
হয়েছে।
১৮ অক্টোবর, রবিবার, সন্ধ্যায় সিলেট জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে শোকসভার আয়োজন করে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ”-এর সিলেট জেলা শাখা।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে শোকসভায় “জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল”-এর পরিচালক আমান উল্লাহ মাসুদ হাসান এর মৃত্যুতে মূখ্য আলোচক হিসেবে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। তিনি বলেন, আমান উল্লাহ মাসুদ হাসান ছিলেন বাংলাদেশ বেতারের একজন চৌকস কর্মকর্তা। তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র, শান্ত, নির্ভীক ও স্বাধীনতার স্বপক্ষের একজন কর্মকর্তা। তাঁকে হারিয়ে আমরা মর্মাহত, ব্যাথিত। বেতারের পাশাপাশি শ্রোতাদের সাথেও তাঁর হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক ছিলো। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর সাথে আমান উল্লাহ মাসুদ হাসানের সম্পর্ক ছিলো অত্যন্ত গভীর এবং তিনি সবসময় ক্লাবের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর রাখতেন। ক্লাবের কিশোরগঞ্জ জেলা শাখা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। আমান উল্লাহ মাসুদ হাসানের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ তার একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।
এসময়
অন্যান্যদের
মধ্যে
উপস্থিত
ছিলেন,
সাউথ
এশিয়া
রেডিও
ক্লাব
(সার্ক)
বাংলাদেশ-এর
সিলেট
জেলা
শাখার
সভাপতি
মো:
চাঁন
মিয়া,
সাধারণ
সম্পাদক
মো:
জসীম
উদ্দীন,
সদস্য
কাজী
বাবুল
আহমেদ,
কাজী
সজল
আমিন,
আব্দুল
আলিম,
মাহিন
হোসেন,
নাঈম
প্রমূখ।
১৮ অক্টোবর, রবিবার, সন্ধ্যায় সিলেট জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে শোকসভার আয়োজন করে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ”-এর সিলেট জেলা শাখা।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে শোকসভায় “জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল”-এর পরিচালক আমান উল্লাহ মাসুদ হাসান এর মৃত্যুতে মূখ্য আলোচক হিসেবে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। তিনি বলেন, আমান উল্লাহ মাসুদ হাসান ছিলেন বাংলাদেশ বেতারের একজন চৌকস কর্মকর্তা। তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র, শান্ত, নির্ভীক ও স্বাধীনতার স্বপক্ষের একজন কর্মকর্তা। তাঁকে হারিয়ে আমরা মর্মাহত, ব্যাথিত। বেতারের পাশাপাশি শ্রোতাদের সাথেও তাঁর হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক ছিলো। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর সাথে আমান উল্লাহ মাসুদ হাসানের সম্পর্ক ছিলো অত্যন্ত গভীর এবং তিনি সবসময় ক্লাবের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর রাখতেন। ক্লাবের কিশোরগঞ্জ জেলা শাখা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। আমান উল্লাহ মাসুদ হাসানের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ তার একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।
আমান
উল্লাহ
মাসুদ
হাসান
করোন
ভাইরাস
(কোভিড-১৯)-এ
আক্রান্ত
হয়ে
গত
১৭
অক্টোবর
২০২০
খ্রি:
তারিখ
ভোর
৩:৩০
মিনিটে
সরকারি
কর্মচারী
হাসপাতালে
চিকিৎসাধীন
অবস্থায়
ইন্তেকাল
করেন।
মৃত্যুকালে
তার
বয়স
হয়েছিলো
৫৬
বছর।
তিনি
বিসিএস
(তথ্য)
ক্যাডারের
৯ম
ব্যাচের
কর্মকর্তা
ছিলেন।
তিনি
স্ত্রী,
এক
ছেলে
ও
এক
মেয়ে
সহ
অসংখ্য
গুণগ্রাহী
আত্নীয়-স্বজন
রেখে
গেছেন।
আমান
উল্লাহ
মাসুদ
হাসানকে
তার
রাজশাহীর
গ্রামের
বাড়ীর
কবরস্থানে
দাফন
করা
হয়েছে।
উল্লেখ্য,
স্বাস্থ্য
ও
পরিবার
কল্যাণ
মন্ত্রণালয়ের
অধীন
জনসংখ্যা
স্বাস্থ্য
ও
পুষ্টি
সেক্টর
উন্নয়ন
প্রকল্প
এর
আওতায়
বাংলাদেশ
বেতারের
জনসংখ্যা
স্বাস্থ্য
ও
পুষ্টি
সেল
পরিকল্পিত
পরিবার
গঠন,
দেশের
জনসংখ্যা
নিয়ন্ত্রন,
জনগণের
মধ্যে
অধিক
জনসংখ্যার
কুফল
সম্পর্কে
সচেতনতা
সৃষ্টিতে
ও
স্বাস্থ্য
সচেতনতা
তৈরিতে
নানা
অনুষ্ঠান
প্রচার
করে
আসছে।
বিশেষ
করে
নাটক,
গান,
জিঙ্গেল,
ম্যাগাজিন,
আলোচনা,
কথিকা,
প্রামাণ্য
অনুষ্ঠান,
ফোন
ইন,
ইত্যাদি
আঙ্গিকে
অনুষ্ঠান
প্রচার
করা
হয়ে
থাকে।
ফোন
ইন
অনুষ্ঠান
চিঠিপত্রের
জবাবের
অনুষ্ঠান
ডাকবাক্স,
স্বাস্থ্য
বিষয়ক
চিঠিপত্রের
জবাবের
অনুষ্ঠান
“আপনি
কেমন
আছেন”
অনুরোধের
আসর
কথায়
গানে
সংগীত
মালা
আমাদের
কথা
আমাদের
গান
ইত্যাদি
অনুষ্ঠান
শ্রোতাদের
নিকট
ব্যাপক
জনপ্রিয়।
প্রধান
সেল
ও
উপ-সেল
থেকে
গড়ে
প্রতিদিন
৩৬০
মিনিট
অনুষ্ঠান
প্রচার
হয়।
সংবাদপ্রেরক,
তাছলিমা
আক্তার
লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
No comments:
Post a Comment