২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, রাজধানীর হোটেল ইম্পিরিয়ালে এই প্রদর্শনীর আয়োজন করে চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ফিতা কেটে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ বেতারের পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা খাতুন ও শিক্ষক ঈমান আলী, ভয়েস অব আমেরিকা (ভিওএ) এর প্রতিনিধি নাসরিন হুদা বিথি, বাংলাদেশ বেতারের ঘোষিকা কামরুন নাহার হেলেন, এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত শ্রোতাবৃন্দ, বাংলাদেশ বেতারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মী, ঘোষক-ঘোষিকা, শিল্পী, ধারাভাষ্যকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চলন করেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক শামীম আহমেদ ও লাইলা নার্গিস।
“বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী : বঙ্গবন্ধু ও বেতার” সম্পর্কিত তথ্য দর্শনার্থীদের মধ্যে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের শিক্ষার্থী রত্না আখতার, জারীণ আখতার, ইয়ানুর আখতার মিম, জারীণ রাফা বিনতে, শাহীন হোসেন, মো: তানজিল হোসেন, মো: রমজান হোসেন, ফাতেহুল আলম, ইমাম হোসেন মেহেদী, শরীফুল ইসলাম, মোখলেসুর রহমান রাব্বী, বিনতে আখতার মিম, জান্নাতুল ফেরদাউস, ফেরদৌস আরা মৌ, ফাতেমা আখতার, ইয়াসমিন, অহনা মাহমুদ, আয়শা আখতার অনামিকা।
No comments:
Post a Comment