চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে বেতারের প্রচার প্রসার, শ্রোতাবৃদ্ধি, সামাজিক কর্মসূচি পালন সহ বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করায় “ভিজিল্যান্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড ২০২০” পেয়েছে সংগঠনের সিলেট জেলা শাখা।
২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, রাজধানীর হোটেল ইম্পিরিয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়ার হাতে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: ওসমান গণি, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, ভয়েস অব আমেরিকা (ভিওএ) এর প্রতিনিধি নাসরিন হুদা বিথি, বাংলাদেশ বেতারের ঘোষিকা কামরুন নাহার হেলেন, অভিনয়শিল্পী রাণী খান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, ক্লাবের ঢাকা জেলার সদস্য লাবীব ইকবাল, এ কে এম নাসির উদ্দিন ও মহিউদ্দিন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন, সদস্য অলোক কুমার চৌধুরী, জাহিদুল ইসলাম, রিফাত মাহমুদ রনি, আল আমিন, সজিব ভৌমিক, সাব্বির আহমেদ, নিলয় সিং, মো: মনির হোসেন, সায়েম উদ্দিন, মো: রফিকুল ইসলাম, প্রণয় কুমার চক্রবর্ত্তী, তনয় চক্রবর্ত্তী, দিবাধ্রিতা চক্রবর্ত্তী, প্রিয়াংকা চক্রবর্ত্তী ও মাসুদ রানা, কুমিল্লা লালমাই উপজেলা শাখার সভাপতি সায়মা মজুমদার, সদস্য আফরোজা আক্তার, কামাল হোসাইন ও মো: আমিনুল হক, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, সদস্য সিপন দাস, সুশিল দাস ও খোকন দাস, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য মাহমুদ হায়দার জীবন, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, ইঞ্জিনিয়ার মো: তোহা ও নাজিমুদ্দিন পাটোয়ারী, চট্টগ্রাম বাকলিয়া থানা শাখার সভাপতি মো: রহমত উল্লাহ, চট্টগ্রাম রাউজান উপজেলা শাখার সদস্য ডা: সুপন বিশ্বাস, রাজবাড়ী জেলা শাখার সভাপতি কবিরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক শাওন খান, খুলনার সদস্য মিঠুন কান্তি রায়, নেত্রকোণার সদস্য ফাতেমা আক্তার, ময়মনসিংহের সদস্য জিল্লুর রহমান। গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন ও বিআরআরআই রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি মো: মাসুদুর রহমান, ফরিদপুর ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার ও সদস্য এম মিঠুন পরাগ, ভালবাসি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি জামাল আহমেদ সুবর্ণ, সদস্য মোছা: আলিমুন নেছা (আলো আহমেদ), খাদিজা আক্তার মিম ও মোছা: সানজিদা আক্তার, শ্রোতা ফকির শফিক হাসান টুটুল, শেরপুরের সীমানার স্মৃতি বেতার শ্রোতা সংঘের সভাপতি ইয়াকুব আলী সরকার, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের সদস্য ওয়াসিক ওসমান, চুয়াডাঙ্গা ইউনাইটেড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন দিলু, নীলফামারীর আছানধনী মিয়া পাড়া আন্ত: বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মো: আজিনুর রহমান লিমন, টাঙ্গাইলের দিঘী বেতার শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফনি, রাজশাহীর মো: রোকনুজ্জামান, ঝিনাইদহের ব্রাদারহুড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মো: সাজ্জাদ হোসেন রিজু ও জিনিয়াস রেডিও ক্লাবের সভাপতি মো: তাজনুর ইসলাম, কিশোরগঞ্জের লাভ লেটার ক্লাবের সভাপতি গোলাপ আমিন, রংপুরের আলোকিত মানুষ চাই আন্ত: বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এ টি এম আতাউর রহমান রঞ্জু, ঠাকুরগাঁওয়ের শ্রোতা মো: আরফান আলী সহ বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য শ্রোতাবৃন্দ, বাংলাদেশ বেতারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মী, ঘোষক-ঘোষিকা, শিল্পী, ধারাভাষ্যকার।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর বিভিন্ন শাখা। এইসব শাখা ক্লাব গুলো কেন্দ্রীয় ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে তাদের স্ব স্ব শাখার সামর্থ অনুযায়ী নানা রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে প্রতি বছর।
ক্লাবের যেসব শাখা নিয়মিত বেতারের প্রচার প্রসার, শ্রোতাবৃদ্ধি, সামাজিক কর্মসূচি পালন সহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে সেসব শাখার উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং শাখা ক্লাব গুলোর সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন ও সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ক্লাব এখন থেকে প্রতি বছর দুটি ক্যাটাগরীতে “ভিজিল্যান্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড এবং অ্যাক্টিভ ব্রাঞ্চ অ্যাওয়ার্ড” শিরোনামে এই পদক প্রদানের উদ্যোগ নেয়।
উপযুক্ত ডকুমেন্টসহ যেসব শাখা ক্লাবের বছরে ৫টির অধিক কর্মসূচি থাকবে ঐসকল শাখা ক্লাব “ভিজিল্যান্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড” এবং যেসব শাখা ক্লাবের বছরে ২টির অধিক কর্মসূচি থাকবে ঐসকল শাখা ক্লাব “অ্যাক্টিভ ব্রাঞ্চ অ্যাওয়ার্ড” এর জন্য নির্বাচিত হবেন।
অনুষ্ঠানটির সঞ্চলন করেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক শামীম আহমেদ, লাইলা নার্গিস, সালমা সুলতানা ও ফয়সাল আহমেদ অনন্ত।
No comments:
Post a Comment