২৯ ডিসেম্বর ২০২০, বুধবার বিকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র। কেন্দ্রের পরিচালক এস এম আবুল হোসেনের সভাপতিত্বে এবং নাসরিন ইসলাম, মো: ইকবাল হোসাইন সিদ্দিকী ও পারভিন আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদক বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, আঞ্চলিক প্রকৌশলী, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাণিজ্যিক কার্যক্রমের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শাহীন আক্তার, সহকারী পরিচালক এ এস এম নাজমুল হাসান, সুজন চক্রবর্তী, কক্সবাজার কেন্দ্রের সহকারী পরিচালক সুলতান আহমেদ, চট্টগ্রাম বেতারের উপস্থাপক হাবিব রেজা করিম ও আব্দুল্লাহ আল মামুন, বেতারের অন্যান্য কর্মীবৃন্দ, ঢাকা বাণিজ্যিক কার্যক্রমের নিজস্ব শিল্পী আয়াতুল্লাহ খন্দকার, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য মো: আশরাফুল মাওলা ভূঁইয়া, মাহমুদ হায়দার জীবন, মো: আব্বাস উদ্দীন, মো: আজিম ভূঁইয়া, এস এম আবুল ফজল, গাজী এম আল আমিনুর রশিদ আবীর, বাকলিয়া (চট্ট:) শাখার সভাপতি মো: রহমত উল্লাহ, রাউজান উপজেলা (চট্ট:) শাখার সভাপতি নয়ন বড়ুয়া, সদস্য ডা: সুপন বিশ্বাস, আজকের মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, সংগঠক এম ইস্কান্দর মিয়া তালুকদার ও নোমান বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ড. মির শাহ আলমকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম-কে নিয়ে প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ “শেষবেলা”য় ভালো লেখার জন্য প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, নুর মোহাম্মদ, মো: আশরাফুল মাওলা ভূঁইয়া, মো: রহমত উল্লাহ, ডা: সুপন বিশ্বাস-কে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বিকালে চট্টগ্রাম বেতার কেন্দ্রে পৌঁছালে প্রথমে তাকে ফুলের মালা দিয়ে চট্টগ্রামে স্বাগত জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment