১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার সকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র।
কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক সাজেদা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান; উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার; সহকারী পরিচালক পবিত্র কুমার দাস, প্রদীপ চন্দ্র দাস; সহ-বার্তা নিয়ন্ত্রক আশিকুল ইসলাম খান; মহানগর আওয়ামীলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট গীতিকার আজহার উদ্দিন জাহাঙ্গীর; সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল; র্যাংক সিলেটের সভাপতি শিমূল আক্তার; বেতারের অধিবেশন তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুল হক; অনিয়মিত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সুরজিত দেব তনু ও আলী আকবর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অধিবেশন তত্ত্বাবধায়ক আব্দুল মজিদ লস্কর; নন্দিতা দত্ত, প্রদীপ মল্লিক, দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, এম রহমান ফারুক, উবায়েদ আহমদ সহ বেতারের অন্যান্য ঘোষক ঘোষিকা, কর্মী, শিল্পীবৃন্দ; শ্রোতাপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় ও সহ-সভাপতি শিপন দাস প্রমুখ।
তথ্য ক্যাডারে দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদানকারী ড. মির শাহ আলমের অবসর উপলেক্ষে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চলনা করেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অধিবেশন তত্ত্বাবধায়ক মো. ফয়সাল উদ্দিন।
______________________
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
Others News Link:
স্বাধীন বাংলা নিউজ (ঢাকা):
No comments:
Post a Comment