১ মে, শনিবার বিকেলে “আন্তর্জাতিক শ্রমিক দিবস” উপলক্ষে সিলেট শাহপরান ভাওয়ালটিলায় এক আলোচনা সভার আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা। ক্লাবের শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, বিশ্বব্যাপী শ্রম শোষণের বিরুদ্ধে শ্রমিকের আত্মত্যাগের সংগ্রামের দিন আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। আন্দোলনে বেশ কিছু শ্রমিক আত্মাহুতিও দিয়েছিলেন সেদিন। তাদের সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও দিবসটি ‘মে দিবস’ হিসেবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭২ সালে ১ মে’কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘মে দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি আরো বলেন, আজকের এ আধুনিক সভ্যতায় আমাদের বিলাসবহুল জীবনের পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। বিশ্বের যে কোন প্রান্তে শ্রমিকরা একদিন কাজ না করলে সব অচল। তাই শ্রমিকেদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই মজুরি পরিশোধ করা উচিত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: আব্দুস সালাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার নির্বাহী সদস্য ফয়ছল আহমদ চৌধুরী ও মুমিনা আক্তার চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, ইশতিয়াক আহমদ চৌধুরী, রিশন আহমদ চৌধুরী, রাহাত বিন রাজ্জাক, দেলোয়ার হোসেন ময়না প্রমুখ।
উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment