ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বিক্ষোভ সমাবেশ ও র্যালী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলা, গণহত্যা, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিবাদে ২১ মে ২০২১, শুক্রবার বাদ জুম’আ সিলেট কালেক্টরেট জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও র্যালী করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের নেতৃত্বে শান্তিপূর্ণ এ বিক্ষোভ ও র্যালীতে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় ও সদস্য বিকাশ রঞ্জন দাস, সাব্বির হোসেন।
বিক্ষোভ র্যালীতে সিলেট কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, ইসরায়েলের এ হামলা মনবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে দিশেহারা তখন অবৈধ দখলদার ইসরায়েল বাহিনী দানবীয় রূপ নিয়ে পবিত্র রমজান মাস থেকে মুসলমানদের উপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলিরা নির্বিচারে বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে এবং নিরীহ শিশু ও নারীদের গণহত্যা করছে। আমরা ইসরায়েলি আগ্রাসন বন্ধসহ গণহত্যার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে আইনের আওতায় আনতে শান্তিপ্রিয় বিশ্ববাসীসহ জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এখনি ইসরায়েলের সব ধরনের সহিংসতা বন্ধে এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করে দিদারুল ইকবাল আরো বলেন, আপনারা (ফেসবুক কর্তৃপক্ষ) ফেসবুক ব্যাবহারকারীদের সাথে বিমাতাসূলভ আচরণ করছেন। যারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, কমেন্ট করছেন, ছবি ও ভিডিও আপলোড করছে আপনারা তাদের কন্টেন্টগুলো “হেট স্পিচ” অর্থাৎ “ঘৃণাবাচক কথা” বলে ৩০ দিন কিংবা আরো বেশি সময়ের জন্য তাদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দিচ্ছেন! প্রকারন্তরে যারা ইসরায়েলের পক্ষে বীভৎস ও উগ্র পোস্ট শেয়ার করছে আপনারা তাদের কন্টেন্টগুলো ব্লক করছেন না! যদি এটিই হবে আপনাদের উদ্দেশ্য তবে আপনারা আপনাদের অ্যাপসে উল্লেখ করুন “ফেসবুক একটি ইহুদী বা ইসরায়েল মতাদর্শী অ্যাপ, শুধুমাত্র যারা এ মতবাদ বিশ্বাস করেন তারা এটি ব্যবহার করুন”! আর যদি আপনাদের অ্যাপ সমাজের কল্যাণে হয় তবে দৃষ্টিভঙ্গী সবার জন্য এক করুন।
এসময় ক্লাব সদস্যরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সমর্থন জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এছাড়া তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান।
এ সময় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এস এম নাঈম হোসেন, প্রিন্স গজনভী, শাওন আহমেদ চৌধুরী, আশরাফুজ্জামান সেবুল, মাহবুব আহমেদ, এহসানুল হক, মামুন আহমেদ, রাদিয়ান হানিফ, মাসুদ আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment