২৫ জুন ২০২১, শুক্রবার বিকাল ৪টায় সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায় বিশেষ আলোচনা সভাটির আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট জেলা শাখা। ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
মূখ্য আলোচকের বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, করোনা মহামারির ভেতর মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিকূলতা সত্ত্বেও ইরানের জনগণ তাদের জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোট দিয়ে তাদের যোগ্য নেতা নির্বাচন করেছেন। এই নির্বাচন ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা দিয়েছে বিশ্ববাসীকে। আমরা আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের মহামান্য প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
দিদারুল ইকবাল আরো বলেন, ইসলামী সভ্যতার পুননির্মাণে মরহুম ইমাম খোমেনী (র.) প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে যেভাবে তুলে ধরেছেন ঠিক তেমনি ড. রায়িসির নেতৃত্বে ইসলামী শক্তির আরো প্রবল উত্থান হবে। নৈতিক, বুদ্ধিবৃত্তিক, কূটনৈতিক ও রাজনৈতিক বিচক্ষণতার সমন্বয়ের মাধ্যমে তিনি বিশ্বে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং বিশ্ব দরবারে ইরানকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আমরা আশাকরি, প্রেসিডেন্ট রায়িসির নেতৃত্বে ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে আরো গভীর মনোযোগী হবে। সকল শক্তি ও আন্তরিকতা দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন। বাংলাদেশের সাথে ইরানের সুদীর্ঘকাল ধরে যে ভ্রাতৃপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে আগামীতে তার নেতৃত্বে এই সম্পর্ক আরো উত্তরোত্তর শক্তিশালী হবে। আমরা নতুন প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করছি এবং ইরানি জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।
সভাপতির বক্তব্যে মো: চাঁন মিয়া বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ একটি আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন। বিশ্বের ৪০টিরও বেশি দেশের রাষ্ট্রীয় ও বেসরকারী রেডিও সম্প্রচার কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে আমাদের এই ক্লাব। ঠিক একিভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রম রেডিও তেহরানের সাথে রয়েছে আমাদের সাংগঠনিক যোগাযোগ। রেডিও তেহরান ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। রেডিও তেহরান থেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহের খবর, বিশ্ব রাজনৈতিক খবর, সংবাদ বিশ্লেষণের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর ও ইরানের সাহিত্য সংস্কৃতির তুলে ধরা হয়ে থাকে। আমরা তাদের অনুষ্ঠান শোনার ফলে আত্মিক ভাবে ইরানের সাথেও আকাশপথে আমাদের বন্ধুত্বের সেতুবন্ধন তৈরী হয়। যার কারণে ইরানের যে কোন বিষয়ে আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করি।
অনুষ্ঠানে ইরানের নবনির্বাচিত ত্রয়োদশ প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো ছাড়াও ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস “রেডিও তেহরান” এর প্রচারিত নানান অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, মো: নাসের মিয়া, আকবর আলী, সোহেল আহমেদ, মো: নুরুদ্দিন, মো: শাহীন, আবু বক্কর সিদ্দিক, জাকির হোসেন, মো: লিটন, রনি আহমেদ, মো: মুজাহিদ আহমদ, মো: জুনায়েদ আহমদ, খালেদুজ্জামান সুমন, মো: রোমান আহমেদ, ফজলে রাব্বি সামির, বদরুল আলম, শাহীন আহমেদ, মো: সামা মিয়া, মো: নিজাম আহমেদ, আবু সুফিয়ান রুহেল প্রমুখ।
___________________
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
Tag:
® Radio Tehran (IRIB), Radio Tehran : Annual Best Listener Club Award Contest-2021, SARC-Sylhet District Branch, Club Activities,
No comments:
Post a Comment