প্রবীণ সাংবাদিক ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর প্রথম বাংলাদেশ প্রতিনিধি এবং সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এর বড় ছেলে ওয়াই ম্যাগাজিনের সিনিয়র ফটোগ্রাফার সৈয়দ সাফিউল বাশার অয়ন ৩৩ বছর বয়সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯ জুলাই ২০২১, সোমবার আনুমানিক রাত ১২:১৫ মিনিটে তিনি ঢাকার বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান জেনারেল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।
সৈয়দ রেজাউল করিম বেলাল জানান, ৬ জুলাই আইয়নের কোভিড-১৯ এর পরীক্ষায় পজিটিভ আসে এবং বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ১৬ জুলাই ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে তাকে বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে সে মারা যায়।
ফটোগ্রাফার সৈয়দ সাফিউল বাশার অয়ন লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস,
ইংরেজি দৈনিক
নিউ এইজ’স এর ক্রোড়পত্র জোভেন এবং ট্রেন্ডস,
সমকাল, যুগান্তর এবং এনটিভিতে কাজ করেছেন।
শ্যামলী আদাবরে নামাজে জানাজা শেষে তাকে ঢাকার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দ সাফিউল বাশার অয়ন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বেতারভিত্তিক শ্রোতা সংগঠন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ডিএক্সার’স ফোরাম বাংলাদেশ।
এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব দিদারুল ইকবাল, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের তথ্য ও যোগাযোগ সম্পাদক এবং গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতাসংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা প্রমুখ।
No comments:
Post a Comment