১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ফলে বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। প্রতি বছরের মতো এবারো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখা, সিলেট।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সদস্য মো. ইমাম উদ্দিন, অর্জুন দাস, ইমন আচার্য্য প্রমুখ।
যথাযথ ভাবে দিবসটি পালন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল ও ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
No comments:
Post a Comment