১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ফলে বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। এবছর ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হলো।
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সদস্য নুসরাত জাহান (নিঝুম), মোঃ জান্নাতুল ইসলাম (এহসান), পিংকি আক্তার উমা, রেশমি আক্তার ইমা, জামিয়া আক্তার, মোঃ জাকারিয়া, মোঃ ফাহিম ও মোঃ সিয়াম প্রমুখ।
যথাযথ ভাবে দিবসটি পালন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল ও ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
সংবাদ প্রেরক,
মোঃ আকবর আলী
সহ-সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সিলেট জেলা শাখা
No comments:
Post a Comment