SARC-Raozan Upazila
Branch's Educational Tour at Rangamati
একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর রাউজান উপজেলা শাখা চট্টগ্রামের আয়োজনে রাঙ্গামাটি শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
শিক্ষা সফরের অংশ হিসেবে ২০ মে ২০২২, শুক্রবার ক্লাবের নেতৃবৃন্দ দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি, বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপকেন্দ্র, পর্যটন এলাকা ও দেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম রাজবন বিহার পরিদর্শন করেন। ক্লাবের রাউজান উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিলন বড়ুয়া ও সাধারণ সম্পাদক পল্লীচিকিৎসক চিত্তরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে শিক্ষা সফরে অংশ নিয়েছেন, ক্লাবের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও লেখক নুর মোহাম্মদ, বাকলিয়া থানা শাখার সভাপতি মো. রহমত উল্লাহ, রাউজান শাখার সাধারণ সদস্য আব্দুল্লাহ আল মামুন, মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম, সৈয়দ মো. আরাফাত ও তৌহিদুল ইসলাম।
ক্লাবের নেতৃবৃন্দ প্রথমে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন এবং মহাকাশের বুকে লাল সবুজের চিহ্ন নিয়ে ঘুরপাক খাওয়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করেন। ১৯৭০ সালের ৩০ জানুয়ারি ভূ-উপগ্রহ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূ-উপগ্রহটির উদ্বোধন করেন। এই কেন্দ্রের মাধ্যমে ১১টি দেশের সঙ্গে টেলিফোন ডাটা কমিউনিকেশন, ফ্যাক্স, টেলেক্স ইত্যাদি আদান-প্রদান করা হয়। প্রায় ৩৫ হাজার ৯০০ কিলোমিটার ঊর্ধ্বাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে শক্তিশালী অ্যান্টেনা দিয়ে বার্তা/তথ্য আদান-প্রদানের কাজ সম্পাদিত হয়।
এরপর নেতৃবৃন্দ বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের স্টুডিও, অনুষ্ঠান ও ইঞ্জিনিয়ারিং শাখা পরিদর্শন শেষে বেতারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, “বেতার একসময় সারাবিশ্বে একমাত্র ও অনেক পরিচিত এবং জনপ্রিয় গণমাধ্যম ছিলো। বেতারের প্রাণ হল শ্রোতা ও শ্রোতাক্লাব। বেতারের ঐতিহ্য রক্ষার্থে শ্রোতাসংঘগুলো অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমিও অনেক শ্রোতাসংঘ প্রতিষ্ঠা করেছি।“
পরবর্তিতে বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপকেন্দ্রে মতবিনিময় সভায় ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “সাউথ এশিয়া রেডিও ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের কথা শুনে ভাল লেগেছে। এ ধরণের সংগঠন সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও প্রকাশে আশাকরি কার্যকরি ভূমিকা পালন করবে।“
রাঙ্গামাটি টেলিভিশন পরিদর্শন শেষে রাজবন বিহারে যান ক্লাবের সদস্যবৃন্দ। অরণ্যচারী বৌদ্ধ ভিক্ষু সাধকপ্রবর সাধনানন্দ মহাস্থবির প্রকাশ বনভন্তে রাঙ্গামাটিতে স্থায়ীভাবে বসবাস ও ধর্মপ্রচারে সম্মতি জ্ঞাপন করলে তাঁর বসবাসের উদ্দেশ্যো ১৯৭৫ সালে রাজবন বিহার প্রতিষ্ঠা করা হয়, যা বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার। প্রতিবছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিহারটিতে রয়েছে একটি সুরম্য উপাসনা বিহার, আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত দেশনালয়, বনভন্তের আবাসিক কুঠির ও বিশ্রামাগার, ভিক্ষু-শ্রামণদের আবাসিক ভবন, সুবৃহৎ অতিথিশালা, চংক্রমণঘর, সীমাঘর (ঘ্যাংঘর), অনুষ্ঠানমঞ্চ, সপ্ততলাবিশিষ্ট স্বর্গঘর, ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, অনেকগুলো ভাবনা কুটির, রন্ধনশালা, বনভন্তে ও ভিক্ষুসঙ্গের ভোজনালয়, নিজস্ব লাইব্রেরি ও প্রেস।
ক্লাবের সদস্যবৃন্দ পর্যটন এলাকা ভ্রমণ শেষে লেখক ও গবেষক সুনীল কান্তি চাকমার বাসভবনে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।
উক্ত সার্বিক কার্যক্রম ও মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বেতারের কর্মকর্তা রাকিবুল ইসলাম, সানু সিং মার্মা, উপস্থাপক কেয়া দেওয়ান মার্মা, পূর্ণেন্দ চাকমা, টেলিভিশন কর্মকর্তা বিকাশ চাকমা, মো. সেলিম, এসআই মো. শরীফ উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।
শিক্ষা সফরটি সফল হওয়ায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখাকে অভিনন্দন জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
সংবাদদাতা,
নুর মোহাম্মদ
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
চট্টগ্রাম জেলা শাখা
No comments:
Post a Comment