সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত আসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ
করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সিলেট জেলা শাখা।
গত ২১ মে ২০২২, শনিবার বিকেলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া ও শাহপরান শাখার সভাপতি মখলিছুর রমহান বন্যাদুর্গত কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পানিবন্দি এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত মানুষের খোঁজ খবর নেন ও অসহায় মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন।
এসময় দিদারুল ইকবাল বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সহ সিলেটের প্রতিটি উপজেলায় বন্যাক্রান্ত অসহায় মানুষের হাহাকার চলছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল ত্রাণ কার্যক্রম অসহায় মানুষের চাহিদা মেটাতে পারছে না। তাই এরকম দুর্যোগ মুহুর্তে সরকারের ত্রাণ তৎপরতার পাশাপাশি আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া বলেন, আমাদের ক্লাব সাধারণ একটি বেতার শ্রোতাক্লাব, এরপরেও আমরা আমাদের সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে তাহলে অসহায় মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো. আকবর আলী, নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. নাছির মিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল কাইয়ুম, শামসু মিয়া, মনোয়ারা বেগম, আরজুক আলী, বাবুল মিয়া, ফিরোজ মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
No comments:
Post a Comment