১০ জুন ২০২২, শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও ঘৃণ্য কটুক্তি করে ভারতের বিজেপির দুই নেতা বিশ্বের সমগ্র মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। রাসুল (সা.)-এর অবমাননা মুসলমানদের কাছে সর্বকালে অগ্রহণযোগ্য। এ ধরনের মন্তব্য এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা ও ঘৃণা তৈরী করবে ও ধর্ম বিদ্বেষকে উসকে দিবে। যা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য হুমকিস্বরূপ। দিদারুল ইকবাল আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) হলেন ইতিহাসের একমাত্র নবী ও রাসুল (সা.) যিনি সমগ্র বিশ্বমানবতার জন্য প্রেরিত হয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতির কল্যাণেই তার আগমন। তিনি কোনো অঞ্চলভিত্তিক অথবা কোনো নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর জন্য প্রেরিত হননি বরং মহান আল্লাহর পক্ষ থেকে সমগ্র বিশ্বমানবতার জন্য দয়ার প্রতীক বা রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তার আবির্ভাব ও ইসলামের শান্তির বাণী প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তিনি বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথের আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সভ্যতার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। তাইতো কাজী নজরুল ইসলাম তার কবিতায় কত চমৎকারভাবেই বলেছেন ‘রাসুলের অপমানে যদি কাঁদেনা তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন।’ আসলেই তাই, ইসলামের বিরুদ্ধে যখন কোনো বিষয়ে অভিযোগ আনা হয় তখন প্রতিটি মুসলমানের হৃদয় কাঁদে এবং ব্যথা পায়। আজ যারা রাসুল (সা.) সম্পর্কে কটাক্ষ করে তারা কী জানে না যে, মহানবী (সা.) তো শুধু ইসলামের অনুসারীদের নবী নন, তিনি সারা বিশ্বের সকল জাতি এবং সকল ধর্মের নবী।
নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সর্বোত্তম আদর্শকে নিয়ে কটুক্তিকারী বিজেপি নেতাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment