Sunday, May 21, 2023
Saturday, May 20, 2023
SARC Chief Adviser D. Mir Shah Alam to attend Rotary International Convention held in Australia
অস্ট্রেলিয়া যাচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম
আগামী ২৭-৩১ মে পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ৫ দিনের রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় শনিবার (২০ মে ২০২৩) বিকেলে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. মির শাহ আলম-কে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সার্ক- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সুনিল দাস, সার্ক- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান, সার্ক- খাঁন চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের সভাপতি নরেশ কুর্মী, সহ-সভাপতি লোচন বাড়াইক ও সাধারণ সম্পাদক সিটুন বাউরী, সার্ক- হাবিবনগর চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের যুগ্ম সম্পাদক মোছা. মাহমুদা আক্তার সখি ও কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতীয়া। ক্লাবের শিশু সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্লাবের লাবীব ইকবাল ও শাহপরান শাখার নার্গিস জাহান ইমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ।
ড. মির শাহ আলম ২৫ মে বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশ নেয়ার পাশাপাশি ক্যানবেরা, সিডনিতেও যাবেন এবং সেখানে অবস্থানরত সিলেটের প্রবাসী বাঙালি ও স্টুডেন্টদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি এবিসি রেডিও পরিদর্শন সহ স্থানীয় ও আন্তর্জাতিক বেতার শ্রোতাদের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২ জুন ড. মির শাহ আলম দেশে ফেরার কথা রয়েছে।
Friday, May 19, 2023
অ্যাডভেঞ্চার এ্যামেচার রেডিও ডে ২০২৩ আয়োজন বিষয়ক ই-সভা অনুষ্ঠিত
বুধবার (১৭ মে ২০২৩) রাত ০৯:৩০ মিনিটে গুগল মিট-এ এই সভার আয়োজন করে এ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি)। সভাটি পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক (S21TV)। সভায় অংশগ্রহণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, আশিকুর রহমান সাজু, সাদাত সাগর, ফুয়াদ হাসান, সায়েদ হাসান সাকিব, রহমান পুলক,সাদিকুর রহমান, শাওন সরকার, তানভীর ইসলাম, জাহিরুল ইসলাম প্রমুখ।
অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি অপশন-এ: ৩১৫০/- টাকা, অপশন-বি: ২৪০০/- টাকা এবং অপশন-সি: ১২০০/- টাকা। ফি জমাদানের শেষ তারিখ ২৫ মে বিকেল ৪টা। ফি জমাদানের মাধ্যম যমুনা ব্যাংক লি., শান্তিনগর শাখা, ঢাকা, এএফ প্রিন্টিং প্রেস, হিসাব নং: ১০০১০০০১০৯৬৬০, অথবা মোবাইল ব্যাংকিং- বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমেও ফি জমা দেয়া যাবে ০১৬১১-২৮২০২৫ (পার্সোনাল)।
প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য থাকবে
খাবারের ব্যবস্থাসহ একটি পোলো শার্ট, একটি কালো ক্যাপ এবং সনদপত্র। প্রত্যেক
অংশগ্রহণকারীকে কিছু শর্ত অবশ্যই মনে চলতে হবে- যেমন, শৃঙ্খলা, প্রকৃতি ও স্থানীয়
পরিবেশের ক্ষতি না করা, অবৈধ ও ক্ষতিকর দ্রব্য বহন না করা, অনুমতি ব্যতীত আয়োজন
স্থল ত্যাগ না করা, আয়োজন স্থলে ধুমপান না করা, অসুস্থ ও নিয়মিত চিকিৎসাধীন
ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোন মাদকাসক্ত, সমাজ বা রাষ্ট্র বিরোধী
কোন ব্যক্তি বা গোষ্ঠী এই আয়োজনে অংশ নিতে পারবে না।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
Thursday, May 18, 2023
Saturday, May 13, 2023
সাউথ এশিয়া রেডিও ক্লাবের দেয়া সেলাই মেশিন পেয়ে গৃহিণী রেহানার মুখে হাসি
অসচ্ছল ও দুস্থ গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে আত্মসামাজিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে শনিবার (১৩ মে ২০২৩) বিকালে সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল হাবিব নগর চা বাগানে অসহায়-দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের ১-২-৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার শ্রী সাথী বালা, ৭-৮-৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবানা বেগম, ৩নং ওয়ার্ডের মেম্বার নেকবর আলী এবং হাবিবনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য ও সার্ক-হাবিবনগর চা বাগান শাখার উপদেষ্টা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, হাবিবনগর চা বাগান শাখার সভাপতি কিশোর শিং ঘাটোয়ার এবং খাঁন চা বাগান শাখার সভাপতি নরেশ কুর্মী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার সহ-সভাপতি লোচন বাড়াইক ও সদস্য রোমানা আক্তার, হাবিবনগর চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুজলা বাউরী, যুগ্ম সম্পাদক মোছা. মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতিয়া, সুমা ভৌমিজ এবং সুমা রায়, আনিছ আহমদ, রেহানা বেগম, ফরিদা বেগম, সোনাবান নেছা, রিয়া আক্তার, আলী আকবর রিয়ান, আয়শা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, হালিমা সাদিয়া প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান দিদারুল ইকবাল জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোই সংগঠনের মূলত উদ্দেশ্য। এ ছাড়া দুস্থ, অসুস্থ মানুষদের চিকিৎসা, শিশুদের পড়ালেখাসহ নানা মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে বেতার ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
দরিদ্র নারী রেহানা বেগম সেলাইমেশিন পেয়ে তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমার নিজের একটা সেলাই মেশিন হবে ভাবতেও পারেনি। আমার ৫ সন্তান এর মধ্যে ৩ সন্তানই যমজ। আমাদের পারিবারিক অভাব-অনটনের কারণে সন্তানদের লালন-পালন করতে অনেক কষ্ট হয়। এখন এই সেলাই মেশিনটি দিয়ে কাজ করে আমার পরিবারের উন্নতি করতে চাই।’
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ