অসচ্ছল ও দুস্থ গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে আত্মসামাজিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে শনিবার (১৩ মে ২০২৩) বিকালে সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল হাবিব নগর চা বাগানে অসহায়-দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের ১-২-৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার শ্রী সাথী বালা, ৭-৮-৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবানা বেগম, ৩নং ওয়ার্ডের মেম্বার নেকবর আলী এবং হাবিবনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য ও সার্ক-হাবিবনগর চা বাগান শাখার উপদেষ্টা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, হাবিবনগর চা বাগান শাখার সভাপতি কিশোর শিং ঘাটোয়ার এবং খাঁন চা বাগান শাখার সভাপতি নরেশ কুর্মী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার সহ-সভাপতি লোচন বাড়াইক ও সদস্য রোমানা আক্তার, হাবিবনগর চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুজলা বাউরী, যুগ্ম সম্পাদক মোছা. মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতিয়া, সুমা ভৌমিজ এবং সুমা রায়, আনিছ আহমদ, রেহানা বেগম, ফরিদা বেগম, সোনাবান নেছা, রিয়া আক্তার, আলী আকবর রিয়ান, আয়শা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, হালিমা সাদিয়া প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান দিদারুল ইকবাল জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোই সংগঠনের মূলত উদ্দেশ্য। এ ছাড়া দুস্থ, অসুস্থ মানুষদের চিকিৎসা, শিশুদের পড়ালেখাসহ নানা মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে বেতার ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
দরিদ্র নারী রেহানা বেগম সেলাইমেশিন পেয়ে তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমার নিজের একটা সেলাই মেশিন হবে ভাবতেও পারেনি। আমার ৫ সন্তান এর মধ্যে ৩ সন্তানই যমজ। আমাদের পারিবারিক অভাব-অনটনের কারণে সন্তানদের লালন-পালন করতে অনেক কষ্ট হয়। এখন এই সেলাই মেশিনটি দিয়ে কাজ করে আমার পরিবারের উন্নতি করতে চাই।’
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment