অস্ট্রেলিয়া যাচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম
আগামী ২৭-৩১ মে পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ৫ দিনের রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় শনিবার (২০ মে ২০২৩) বিকেলে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. মির শাহ আলম-কে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সার্ক- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সুনিল দাস, সার্ক- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান, সার্ক- খাঁন চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের সভাপতি নরেশ কুর্মী, সহ-সভাপতি লোচন বাড়াইক ও সাধারণ সম্পাদক সিটুন বাউরী, সার্ক- হাবিবনগর চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের যুগ্ম সম্পাদক মোছা. মাহমুদা আক্তার সখি ও কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতীয়া। ক্লাবের শিশু সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্লাবের লাবীব ইকবাল ও শাহপরান শাখার নার্গিস জাহান ইমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ।
ড. মির শাহ আলম ২৫ মে বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশ নেয়ার পাশাপাশি ক্যানবেরা, সিডনিতেও যাবেন এবং সেখানে অবস্থানরত সিলেটের প্রবাসী বাঙালি ও স্টুডেন্টদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি এবিসি রেডিও পরিদর্শন সহ স্থানীয় ও আন্তর্জাতিক বেতার শ্রোতাদের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২ জুন ড. মির শাহ আলম দেশে ফেরার কথা রয়েছে।
No comments:
Post a Comment