চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এর চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) বাংলা, ইংরেজী ও হিন্দি বিভাগ পরিদর্শন করেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু)।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে ক্লাবের ২ সদস্যের প্রতিনিধি দলকে চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত সিএমজি-তে স্বাগতম জানান বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী)।
এসময় উপস্থিত ছিলেন, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলা বিভাগের ছাই ইউয়ে (মুক্তা), ওয়াং হাইমান উর্মী এবং আলিমুল হক।
প্রতিনিধি দল সিএমজি-র কর্মকর্তাদের সাথে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নানান বিষয়ে মতবিনিময় করেন। এরপর সার্ক প্রতিনিধিদল সিএমজি'র ইংরেজী এবং হিন্দী বিভাগ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।
শুভেচ্ছা ও মতবিনিময় শেষে প্রতিনিধি দলের সাক্ষাৎকার গ্রহণ করেন ওয়াং হাইমান উর্মী।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment