গণচীনের রাজধানী বেইজিং থেকে প্রচারিত চীন
সরকারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের
৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যৌথভাবে উদযাপন করেছে বেতার
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সিলেট নগরীর দরগাহ গেটস্থ মেট্রোপলিটন ল’ কলেজের
কনফারেন্স হলে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও
যুগ্ম মহাসচিব দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম,
বিশেষ অতিথি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের উপদেষ্টা ও মেট্রোপলিটন ল’ কলেজ,
সিলেটের প্রিন্সিপাল ড. এম শহীদুল ইসলাম এবং দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ও অনলাইন নিউজ পোর্টাল আজকের
সংবাদ২৪.কম এর সম্পাদক ফয়জুল আহমদ।
আরো বক্তব্য
রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি
বিক্রম রায়, শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, খাঁন চা বাগান ইউনিট,
জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, সাতক্ষীরার শামিম
বিল্লাহ,সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, সন্দ্বীপ উপজেলা
ইউনিট, চট্টগ্রামের সদস্য রাজিয়া সুলতানা পুষ্পিতা ও মিফতাহুল জান্নাত, সিলেট জেলা
ইউনিটের সদস্য অর্জনা রানী দাশ, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সদস্য
সমিত গঞ্জু ও অষ্টমী লোহার প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা
শেষে অতিথিবৃন্দ কেক কেটে শ্রোতাদের সাথে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
বাংলা বিভাগের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
করেন।
প্রতি বছরের মতো এবারো সিআরআই বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় চীনের
বেইজিং থেকে ক্লাবের নেতৃবৃন্দ ও শ্রোতাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন চায়না
মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দি)।
No comments:
Post a Comment