বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের ৩য় মেয়াদের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ বর্ষের উপদেষ্টা মো. কবির উদ্দিন তালুকদারের কুয়েত গমন উপলক্ষে ক্লাবের উদ্যোগে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) রাতে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় ক্লাব সভাপতি মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। তিনি বলেন, মো. কবির উদ্দিন তালুকদার অত্যন্ত ভালো মনের একজন ইতিবাচক ও সামাজিক মানুষ। মাত্র কিছু দিন হলো কবির তালুকদার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট পরিবারের সাথে যুক্ত হয়েছেন। জীবন ও জীবিকার তাগিদে তাকে আবার কুয়েতে ফিরে যেতে হচ্ছে। এটি একদিকে যেমন আনন্দের অন্যদিকে বেদনারও। তার অনুপস্থিতি ক্লাব সবসময় অনুভব করবে। এসময় তিনি তার প্রবাস জীবনের মঙ্গল প্রার্থনা করে সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর, রাজিয়া সুলতানা পুষ্পিতা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মো. কবির উদ্দিন তালুকদারকে একজন সজ্জন ও পরিশীলিত ব্যক্তিত্ব আখ্যায়িত করে প্রবাস জীবনে তার সাফল্য কামনা করেন।
সংবর্ধিত অতিথি মো. কবির উদ্দিন তালুকদার তার অনুভূতি প্রকাশে বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব পরিবারের সাথে কাটানো অতি সামান্য দিনগুলো আমার জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে থাকলেও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ কখনো বিচ্ছিন্ন হবে না।
পরে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
উল্লেখ্য, জগন্নাথপুর, সুনামগঞ্জের মো. কবির উদ্দিন তালুকদার বর্তমানে স্থায়ীভাবে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করছেন। ২১ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার তিনি কুয়েতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
No comments:
Post a Comment