বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের উপদেষ্টা
ও সদস্য, লেখক-গীতিকার মমতাজ আলী খান মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫)
সকাল আনুমানিক ১০টায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মঙ্গলবার বা'দ মাগরিব চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে তাঁর নামাজে জানাজা শেষে গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মমতাজ আলী খানের ইন্তেকালে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR), আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম (মেহরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল এবং ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মমতাজ আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
No comments:
Post a Comment