“(বিপিএ) বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL - সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত। ‘বেস্ট রেডিও এক্টিভিস্ট (মিডিয়া)’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজধানী ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দিদারুল ইকবাল (S21DAL) এর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. এম. এ. সাত্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় চেয়ারম্যান ও দৈনিক অভিযোগ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার আছিফুর রহমান তোতা’র সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক জ্যাম্বস কাজল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সংগঠক জিহাদুর রহমান, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম মুশফাকুল আলম।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া ভিশনারী ইয়ুথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কেবিসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলর্সের সিইও মোহাম্মদ খোকন মিয়া ও দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলী সুলতানা। জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও আলোরধারা ২৪ নিউজের সংবাদ উপস্থাপক সবুজ রায়।
দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার রেডিও এক্টিভিস্ট, সংগঠক ও সমাজকর্মী। তিনি বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ভয়েস অব ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও থাইল্যান্ডসহ বিভিন্ন বেতারের সাথে অনুষ্ঠানের মানোন্নয়ন, জরিপ, বেতারের শ্রোতা বৃদ্ধি ও শ্রোতাক্লাবের কার্যক্রম, তথ্য আদান প্রদান, ফ্রিকোয়েন্সি ও শ্রবণ মান ইত্যাদি নিয়ে গবেষণামূলক কাজ করছেন দীর্ঘ বছর ধরে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ কর্তৃক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি রেডিও অনুষ্ঠান থেকে পাওয়া বহুমাত্রিক তথ্য ও অনুপ্রেরণাগুলি গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, শহর-বন্দর, বস্তি সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে স্বপ্ন দেখান। সমাজের পিছিয়ে পড়া মানুষকে বেতারের বহুমাত্রিক তথ্য দিয়ে তাদের সচেতন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যমে তাদের হাতকে শক্তিশালী সম্পদে রূপান্তর করতেই নেতৃত্ব দিচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)।
মিডিয়া ও সাংবাদিকতা, সাহিত্য-সংস্কৃতিক, শোবিজ, শিক্ষা ব্যবস্থাপনা, সামাজিক কর্মকান্ড, আইন ও মানবাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং ও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্যাংকিং-ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স, নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে “(বিপিএ) বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
ই-ক্রয় প্রেজেন্ট বাই “(বিপিএ) বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানটির আয়োজক ছিলো দৈনিক মানবাধিকার প্রতিদিন ও টিএম ফেয়ার মার্কেট। ইভেন্ট পার্টনার স্টার বাংলাদেশ মিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার দৈনিক কালের সমাজ, দৈনিক অভিযোগ বার্তা, দৈনিক সবুজ বাংলাদেশ, বাংলা টিভি৭১ এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), ডিজাইনার স্টুডিও হোপ এবং কেবিসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।


No comments:
Post a Comment