“গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” পেলেন চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের সন্তান, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত। সমাজসেবা ও গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম (জিওয়াইবিআইএফ) এর পক্ষ থেকে তিনি এ পদক লাভ করেন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় হোটেল ৭১ (থ্রি স্টার), বিজয় নগর, ঢাকায় এই গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর পক্ষে “গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” গ্রহণ করেন, মাসিক সোনালী সন্দ্বীপ পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক শাহাদাৎ হোসেন আশরাফ। তার হাতে পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইস, এটিএন বাংলা’র উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা, মোটিভেশনাল স্পিকার ও হাল ছেড়ো না বন্ধু’র ফাউন্ডার চন্দা মাহজাবীন এবং ম্যারেজ সলিউশন বিডি-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন শুভ।
জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির উপস্থাপনা করেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং তমা রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম (জিওয়াইবিআইএফ) এর নির্বাহী পরিচালক মো. আর কে রিপন।
দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার সমাজকর্মী, রেডিও এক্টিভিস্ট ও সংগঠক। তিনি দীর্ঘবছর ধরে দেশ-বিদেশী রেডিও এবং সংবাদপত্র নিয়ে কাজ করছেন। এছাড়া বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, চা বাগান, বেদে পল্লী, জেলে পল্লী, শহর-বন্দর, বস্তি সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে বেতারের বহুমাত্রিক তথ্য দিয়ে তাদের সচেতন করে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যমে তাদের হাতকে সম্পদে রূপান্তর করতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)।
অনুষ্ঠানে শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, গণমাধ্যম, শিল্প-সাহিত্য, আমদানি-রপ্তানি, অর্থনেতিক, উদ্যোক্তা, ব্যান্ডিং এন্ড ডিজিটাল ম্যর্কেটিং, হসপিটালিটি এন্ড ট্যুরিজম, আইটি সেক্টর ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় ব্যক্তিদের কাজের স্বীকৃতি হিসেবে তাদেরকে গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ এ ভুষিত করা হয়।
উল্লেখ্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) তার কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি আরো চারটি মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড লাভ করেছেন, এগুলো হলো- শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫”, স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা’র পক্ষ থেকে “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫”, দৈনিক মানবাধিকার প্রতিদিন ও টিএম ফেয়ার মার্কেট এর পক্ষ থেকে “(বিপিএ) বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫” এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে “সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬”।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
No comments:
Post a Comment