বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের
--ড. মির শাহ আলম
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বেতার সম্প্রচার মাধ্যম “রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে সিলেট শাহপরান, গ্রীণল্যান্ড বাহুবল আবাসিক এলাকায় “রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।





