পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম।
রোববার (৯ জুন ২০২৪) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ড. মির শাহ আলম,
তার সহধর্মিণী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ডা: জামিলা খাতুন এবং শ্যালিকা ডা: আমিনা বিনতে জামাল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এসময় ড. মির শাহ আলম সকল বেতার কর্মকর্তা,
শ্রোতা এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সকল ইউনিটের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন এবং তিনিও হজ পালনকালে সকলের কল্যাণ কামনায় দোয়া করবেন বলে জানিয়েছেন।
ড. মির শাহ আলম ও তার পরিবার যেন সহি সালামতে
পবিত্র হজ পালন করে আবার দেশে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া চেয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার
লিমা ও মহাসচিব নুর মোহাম্মদ।
পবিত্র হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। আগামী ২১ জুন পর্যন্ত তারা সৌদি আরবে অবস্থান করবেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।

<===============================>
২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার
জীবনের প্রথম পুরস্কার (রেডিও) অর্জন:
বেতার জগৎ তথা ব্যক্তি জীবনে প্রথমবার কোন
পুরস্কার পেয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সাধারণ সম্পাদক মো. ময়নুল হক।
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার সিলেট মিরের
ময়দানে অবস্থিত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত "শ্রোতাক্লাবের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা" শীর্ষক সেমিনারে
অংশগ্রহণকারী শ্রোতাক্লাব প্রতিনিধিদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এতে
লটারির মাধ্যমে একমাত্র পুরস্কারটি লাভ করেন মো. ময়নুল
হক। তার হাতে পুরস্কার হিসেবে লাইফলাইন এনার্জি টেকনোলজির তৈরী একটি উন্নতমানের মাল্টি
ব্যান্ড “প্রাইম সোলার রেডিও সেট” তুলে দেন প্রধান অতিথি সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান।
ইউনিসেফ এর সহযোগিতায় বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র এই
অনুষ্ঠানটির আয়োজন করে।
<===============================>
মো. ময়নুল হক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সাধারণ সম্পাদক
(অ.দা.) এর দায়িত্ব পালন করছেন।
২৭ মে ২০২৪ তারিখে
তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন
না হওয়া পর্যন্ত
তিনি “সাধারণ সম্পাদক” এর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো.
জুনেদ আহমদ চৌধুরী তার ব্যবসায়িক ব্যস্ততার কারণে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত সশরীরে উপস্থিত থাকতে পারছেন না ফলে তার স্থলে ভারপ্রাপ্ত
হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ময়নুল হক।