চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের
৪০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে-
মত বিনিময় সভা
Correspondence Conference
On the Occasion of the 40th Founding Anniversary of
স্থান: গোল্ডেন রাইস চাইনিজ রেস্টুরেন্ট লিমিটেড,
৯০-গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
Place: Golden Rice Chinese Restaurant Ltd.
90, Gulshan Avenue, Gulshan, Dhaka-1212, Bangladesh.
Tel: 02-9882796, 8810512
তারিখ: ১৪ই ফেব্রুয়ারী ২০০৯, সকাল- ১১:০০ টা
Date: 14th February’2009, 11:00 a.m.
প্রধান অতিথি: ওয়াং ইয়ুং ফোং,
উপমহাপরিচালক, চীন আন্তর্জাতিক বেতার ।
Chief Guest: Wang Yunpeng, Vice President,
China Radio International.
বিশেষ অতিথি: মাদাম ইউ কোয়াং য়ূএ,
পরিচালক, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ ।
Special Guest: Yu Guangyue,
Director, China Radio International, Bengali Service.
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বর্তমান কর্মী আবাম ছালাউদ্দিন, সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলাদেশের সংবাদদাতা মাহমুদ হাশিম এবং বাংলা বিভাগের কর্মী ও বর্তমানে ঢাকায় চীনা দূতাবাসে কর্মরত কালচারাল এটাশে ছাও ইয়ান হুয়া (সুবর্ণা) ।
মত বিনিময় সভায় শ্রোতা ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, মহাসচিব জিল্লুর রহমান জিলু, সি.আর.আই.লিসনার্স ক্লাব উত্তরা শাখার সভানেত্রী আয়শা রহমান লাকী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, সামিবাগ সি.আর.আই. লিসনার্স ক্লাবের সভাপতি মো: ওসমান গণী ও সাধারণ সম্পাদক মর্জিনা বেগম প্রমুখ ।
2 comments:
সম্মেলনে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিনিধিরা অংশ গ্রহণ করায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের ধন্যবাদ।
সম্মেলনে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিনিধিরা অংশ গ্রহণ করায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের ধন্যবাদ।
Post a Comment