সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর
পরিচালক এবং ঢাকা শাখার সমন্বয়কারী
১ অক্টোবর বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও কেন্দ্র পরিদর্শন করবেন
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল এবং ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা আজ ৩০ সেপ্টেম্বর’০৯ ঠাকুরগাঁও যাচ্ছেন। আগামী ১ এবং ২ অক্টোবর সেখানে তারা ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর অঞ্চলের নির্ধারিত কিছু বেতার শ্রোতাদের সাথে বেতার কার্যক্রমের উপর মতবিনিময় করবেন। এছাড়া সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যেও তারা স্থানিয় কিছু বেতার শ্রোতাদের নিয়ে বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও কেন্দ্র পরিদর্শন করবেন।
তারিখ: ৩০/০৯/০৯
জোবেদা রিনা
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
আজ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর
একযুগ পূর্ণ হল
সকলকে আমাদের পক্ষ থেকে
বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০০৯ সাল। আজ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্ণ হল। আগামী কাল ১ অক্টোবর-এ পা রাখবে ১৩তম বর্ষে । সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্তিতে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা জানাচ্ছি।
১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে জন্ম নিয়েছিলো এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত।
তারিখ: ৩০/০৯/২০০৯
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক),
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪,
লেইন- ২, ব্লক- জে, হালিশহর
হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা
মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব শেষে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব- ১৪১৬। সারা বছর ধরে এ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সনাতনধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা এই উৎসব পালন করে থাকেন। বিভিন্ন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী এবং বেতারের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটে যারা মতামত দিচ্ছেন তাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব- ১৪১৬ বা দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।
সনাতনধর্মাবলম্বী যারা তারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই শারদীয় উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা থাকল। শারদীয় দূর্গোৎসব সনাতনধর্মাবলম্বীদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
শারদ উৎসবের প্রাক্কালে বিশ্বময় অশান্তির বেড়াজাল। সনাতনধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দূর্গাদেবী তাদের জন্য তথা বিশ্বের জন্য নানান কল্যাণ বয়ে আনে। তাই আমরাও আশা করবো দূর্গাদেবী মঙ্গলবারতা নিয়ে আসবেন সবার জন্য।
তারিখ: ২৪/০৯/২০০৯
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে সবার মনে এখন অনেক আনন্দের জোয়ার। শহরমুখী মানুষ গুলি এই ঈদ উৎসবকে কেন্দ্র করে নারীর টানে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়ীতে আত্নীয় স্বজনদের সাথে একসাথে ঈদ করবেন বলে।
আন্তর্জাতিক বেতার কেন্দ্র গুলির বাংলা বিভাগের সকল কর্মী, শ্রোতা, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক এবং যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের।
ঈদের দিন সকালে আপনাদের সবাইকে ঈদের সেমাই এবং কোরমা পলাও খাওয়ার নিমন্ত্রন রইল। ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
ঈদ
ঈদ মানে হাসি খুশি
সূর্যের মুখ,
ঈদ মানে আলো আলো
রাশি রাশি সুখ।।
ঈদ ঈদ প্রতিদিন
থাকতো যদি ভাই,
খুশির জোয়ার বইয়ে যেত
যাহার সীমা নাই।।
ঈদ মানে স্বপ্নীল
রঙিন ঘুড়ি,
উড়ো উড়ো পাখিদের
মুক্তির পুরী।।
ঈদ মানে ছুটি ছুটি
কোটি কোটি হাসি,
স্বর্গীয় সুর ধারা
মোহনীয় বাঁশি।।
ঈদ মানে উড়ো উড়ি
মন ময়ুরীর,
অফুরান উৎসব
ফুলের কুঁড়ির।।
বিবিসির শ্রোতা সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত
মোঃ শহীদুল কায়সার লিমন, গাজীপুর: ১২ সেপ্টেম্বর ২০০৯ ইং শনিবার ঢাকাস্হ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিবিসি বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বিবিসি বাংলা বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ ফায়জুল কবির মাসুমের উপস্থাপনায় বিকাল ৫.৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য ও মঞ্চে উপবিষ্ঠ অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেন বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মোস্তাফা। মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিবিসির প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, সংবাদ উপস্হাপিকা মিথিলা ফারজানা এবং অডিয়েন্স চ্যাম্পিয়নশীপ রাসেল মাহমুদ।
এরপর সাবির মোস্তফা শ্রোতাদের নানা অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কিত প্রশ্ন মনোযোগ সহকারে শুনেন এবং সাবলীল জবাব দেন। শ্রোতাদের বক্তব্যে গ্রামাঞ্চলে এফ.এম ব্রান্ডে বিবিসির অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি জোরালোভাবে উঠে আসে। এছাড়া দুপুরে নতুন করে আরো একটি অধিবেশন চালু করা, ইন্টারনেটে বেশী সংবাদ দেওয়া ও নিয়মিত আপডেট করা, শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান প্রীতিভাজনেষু নিয়মিত প্রচার করা, বাংলাদেশ সংলাপ ও ধারাবাহিক অনুষ্ঠানগুলো সিডি/ডিভিডি আকারে প্রকাশ করা, বিবিসি থেকে শ্রোতাদের পাঠানোর জন্য নিয়মিত অনুষ্ঠানসূচী ও ক্যালেন্ডার প্রকাশ করা, যুবকদের নিয়ে নানামুখী অনুষ্ঠান করা ইত্যাদি বিষয় উঠে আসে। সাবির মোস্তাফা জানান সারাদেশে এফ.এম ব্রান্ডে বিবিসির অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে বংলাদেশ বেতারের সাথে তাদের আলোচনা অব্যাহত আছে। দুপুরে আরো দু’টি নতুন অধিবেশন চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সাবির মোস্তাফা শ্রোতাদের অবহিত করেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে দু’মিনিটের একটি সংবাদ প্রচারের ব্যবস্থা হচ্ছে বলে তিনি জানান। শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান প্রীতিভাজনেষু নিয়মিত প্রচার করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। কর্মী সংকটের কারনে ইন্টারনেটে বেশী সংবাদ দেওয়া সম্ভব না হলেও অনুষ্ঠান নিয়মিত আপডেট করার কথা জানান। এছাড়া বাংলাদেশ সংলাপ ও ধারাবাহিক অনুষ্ঠানগুলো সিডি/ডিভিডি আকারে প্রকাশ করা, বিবিসি থেকে শ্রোতাদের পাঠানোর জন্য নিয়মিত অনুষ্ঠানসূচী ও ক্যালেন্ডার প্রকাশ করা, যুবকদের নিয়ে নানামুখী অনুষ্ঠান করার বিষয়ে শ্রোতাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে পূরনের আশ্বাস দেন।
শ্রোতা সম্মেলনে চট্টগ্রাম থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, গাজীপুর শাখা রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি, কুষ্টিয়ার সোহেল রানা হূদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল, টাঙ্গাইলের মাসুদুর রহমান, নারায়নগঞ্জ রূপগঞ্জ নেশামুক্ত শ্রোতা সংঘের ওসমান গণী, ঢাকার মোস্তফা কামাল, মাহাবুবুল আলম, সালেহ মতিন, মাগুরার মিঠুন বিশ্বাস, গোপালগঞ্জের বিধান চন্দ্র টিকাদার, বাংলাদেশ প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি সারোয়ার হোসেন সহ ঢাকার আশে পাশে বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রোতাবন্ধুরা উপস্থিত ছিলেন। মাগরিবের আযান হলে সবাই মিলে একত্রে ইফতার করার পর আরো কিছু সময় আলোচনা অব্যাহত থাকে। সন্ধ্যা ৭.৪৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয়। এরপর ফটোসেশন শেষে শ্রোতারা ঘরে ফিরতে শুরু করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ইফতার অনুষ্ঠান সম্পন্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠান- ২০০৯ এ অংশগ্রহণ করেছে সমাজের সবচেয়ে অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশুরা। গত ১১ই সেপ্টেম্বর ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবি মাজারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশু সহ উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, সদস্য রফিকুল ইসলাম, লিয়াকত আলী, কেন্দ্রীয় ক্লাবের মিডিয়া সম্পাদক আব্দুল্লা আল নোমান, সদস্য মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়ার সদস্য সোহেল রানা হূদয় প্রমূখ। এ সময় ক্লাবের কর্মকর্তারা শিশুদের সাথে কুলশ বিনিময় করেন এবং তাদের পারিবারিক জীবনের খোজখবর নেন। শিশুঅধিকার থেকে বিভিন্ন ভাবে বঞ্চিত এসব শিশুদের বেড়ে উঠার কথা শুনে সবাই আবেগে আপ্লুত হয়ে পরেন। কর্মকর্তারা তাদের স্ব স্ব অবস্থান থেকে বিভিন্ন পর্যায়ে এই ধরনের শিশুদের সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। মতবিনিময়ের পর শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
তারিখ: ১২/০৯/২০০৯
হাজেরা বেগম,
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ঢাকা শাখা বাড়ী- ৩৩৬, সেকশন- ৭,
রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ইফতার পার্টি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অন্যান্যবারের মত এবারও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ইফতার পার্টির আয়োজন করেছে আগামী ১১ই সেপ্টেম্বর-২০০৯। এবারের ইফতার পার্টি’টি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে। স্থান: মিরপুর শহীদ বুদ্ধিজীবি মাজার, ঢাকা। সমাজের সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত শিশুরা এতে অংশ গ্রহণ করবে। ইফতার পার্টিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্ধ উপস্থিত থাকবেন।
তারিখ: ০৯/০৯/২০০৯
তাছলিমা আক্তার লিমা,
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ঢাকা শাখা
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬।
জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড
(Celine Read) এর কাছ থেকে ডয়চে ভেলের
গুরুন্ডিগ রেডিও গ্রহণ করেছেন হাজেরা বেগম
বহুল প্রতিক্ষিত ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিও গ্রহণ করেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম। ৭ সেপ্টেম্বর’০৯ সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড (Celine Read) এর কাছ থেকে ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিওটি গ্রহণ করেন হাজেরা বেগম এ সময় তার সাথে ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল। পুরস্কার হস্তান্তরের পূর্বে সেলিন রীড (Celine Read) তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং গুরুন্ডিগ রেডিও বিজয়ী হাজেরা বেগমকে অভিনন্দন জানান। পরে তিনি জানতে চান ডয়চে ভেলের অনুষ্ঠান কখন থেকে শুনা হয়, বর্তমানে শুনা হয় কিনা এবং ঢাকায় পূর্বে অনুষ্ঠিত ডয়চে ভেলের কোন শ্রোতাসম্মেলনে অংশগ্রহণ করা হয়েছে কিনা ইত্যাদি। ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল তাকে বিস্তারিত অবগত করেন এবং তিনি সেলিন রীড (Celine Read) কে ক্লাবের ডিএক্সীং নিউজ পত্রিকায় প্রকাশিত ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত ডয়চে ভেলের শ্রোতাসম্মেলনের সংবাদ এবং ছবি দেখান এছাড়া নিয়মিত ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যদের মতামতের লেখাগুলিও তাকে দেখানো হলে তিনি অনেক অনেক খুশি হয়েছেন।
বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড (Celine Read)
এর কাছ থেকে ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিও গ্রহণ করছেন হাজেরা বেগম।
এই সেই Grundic রেডিও
গুরুন্ডিগ রেডিও বিজয়ী হাজেরা বেগম ক্লাবের সদস্যদের সাথে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই পুরস্কারটি আমার জীবনে ডয়চে ভেলে তথা বেতার জীবনে সর্বপ্রথম পুরস্কার। তাই আমি আনন্দে উদ্বেলিত, উত্তেজিত। এই আনন্দের মূহুর্তটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে পুরস্কার হস্তান্তরের সময় ছবি তোলার অনুমতি দেওয়ার জন্য সেলিন রীড (Celine Read) কে আমার এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এই জন্য যে ঐ ছবি গুলি আমার জীবনে এবং ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের ক্লাবের দেয়ালে সেটি বাধায় করে ঝুলিয়ে রাখা হবে স্মৃতি হিসেবে। পুরস্কারটি দেখে ক্লাবের সকলে অনেক আনন্দ পেয়েছে যা বলাবাহুল্য। এখন থেকে আমরা ক্লাবের সকলে এক সাথে এই নতুন রেডিওতে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনব প্রতিদিন।
উল্লেখ্য ২০০৯ সালের জানুয়ারী মাসের ধাঁধাঁ প্রতিযোগিতায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম প্রধান পুরস্কার গুরুন্ডিগ রেডিও বিজয়ী হন।
তারিখ: ০৭/০৯/২০০৯
তাছলিমা আক্তার লিমা,
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ঢাকা শাখা
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬।