জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড
(Celine Read) এর কাছ থেকে ডয়চে ভেলের
গুরুন্ডিগ রেডিও গ্রহণ করেছেন হাজেরা বেগম
বহুল প্রতিক্ষিত ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিও গ্রহণ করেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম। ৭ সেপ্টেম্বর’০৯ সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড (Celine Read) এর কাছ থেকে ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিওটি গ্রহণ করেন হাজেরা বেগম এ সময় তার সাথে ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল। পুরস্কার হস্তান্তরের পূর্বে সেলিন রীড (Celine Read) তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং গুরুন্ডিগ রেডিও বিজয়ী হাজেরা বেগমকে অভিনন্দন জানান। পরে তিনি জানতে চান ডয়চে ভেলের অনুষ্ঠান কখন থেকে শুনা হয়, বর্তমানে শুনা হয় কিনা এবং ঢাকায় পূর্বে অনুষ্ঠিত ডয়চে ভেলের কোন শ্রোতাসম্মেলনে অংশগ্রহণ করা হয়েছে কিনা ইত্যাদি। ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল তাকে বিস্তারিত অবগত করেন এবং তিনি সেলিন রীড (Celine Read) কে ক্লাবের ডিএক্সীং নিউজ পত্রিকায় প্রকাশিত ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত ডয়চে ভেলের শ্রোতাসম্মেলনের সংবাদ এবং ছবি দেখান এছাড়া নিয়মিত ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যদের মতামতের লেখাগুলিও তাকে দেখানো হলে তিনি অনেক অনেক খুশি হয়েছেন।
বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাট্যাশেই সেলিন রীড (Celine Read)
এর কাছ থেকে ডয়চে ভেলের গুরুন্ডিগ রেডিও গ্রহণ করছেন হাজেরা বেগম।
এই সেই Grundic রেডিও
গুরুন্ডিগ রেডিও বিজয়ী হাজেরা বেগম ক্লাবের সদস্যদের সাথে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই পুরস্কারটি আমার জীবনে ডয়চে ভেলে তথা বেতার জীবনে সর্বপ্রথম পুরস্কার। তাই আমি আনন্দে উদ্বেলিত, উত্তেজিত। এই আনন্দের মূহুর্তটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে পুরস্কার হস্তান্তরের সময় ছবি তোলার অনুমতি দেওয়ার জন্য সেলিন রীড (Celine Read) কে আমার এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এই জন্য যে ঐ ছবি গুলি আমার জীবনে এবং ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের ক্লাবের দেয়ালে সেটি বাধায় করে ঝুলিয়ে রাখা হবে স্মৃতি হিসেবে। পুরস্কারটি দেখে ক্লাবের সকলে অনেক আনন্দ পেয়েছে যা বলাবাহুল্য। এখন থেকে আমরা ক্লাবের সকলে এক সাথে এই নতুন রেডিওতে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনব প্রতিদিন।
উল্লেখ্য ২০০৯ সালের জানুয়ারী মাসের ধাঁধাঁ প্রতিযোগিতায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম প্রধান পুরস্কার গুরুন্ডিগ রেডিও বিজয়ী হন।
তারিখ: ০৭/০৯/২০০৯
তাছলিমা আক্তার লিমা,
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ঢাকা শাখা
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬।
No comments:
Post a Comment