আজ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর
একযুগ পূর্ণ হল
সকলকে আমাদের পক্ষ থেকে
বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা



বুধবার ৩০ সেপ্টেম্বর ২০০৯ সাল। আজ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্ণ হল। আগামী কাল ১ অক্টোবর-এ পা রাখবে ১৩তম বর্ষে । সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্তিতে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা জানাচ্ছি।


১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে জন্ম নিয়েছিলো এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত।


দিদারুল ইকবাল প্রতিষ্ঠাতা পরিচালক সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।
No comments:
Post a Comment