বিবিসির শ্রোতা সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত
মোঃ শহীদুল কায়সার লিমন, গাজীপুর: ১২ সেপ্টেম্বর ২০০৯ ইং শনিবার ঢাকাস্হ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিবিসি বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বিবিসি বাংলা বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ ফায়জুল কবির মাসুমের উপস্থাপনায় বিকাল ৫.৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য ও মঞ্চে উপবিষ্ঠ অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেন বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মোস্তাফা। মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিবিসির প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, সংবাদ উপস্হাপিকা মিথিলা ফারজানা এবং অডিয়েন্স চ্যাম্পিয়নশীপ রাসেল মাহমুদ।
এরপর সাবির মোস্তফা শ্রোতাদের নানা অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কিত প্রশ্ন মনোযোগ সহকারে শুনেন এবং সাবলীল জবাব দেন। শ্রোতাদের বক্তব্যে গ্রামাঞ্চলে এফ.এম ব্রান্ডে বিবিসির অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি জোরালোভাবে উঠে আসে। এছাড়া দুপুরে নতুন করে আরো একটি অধিবেশন চালু করা, ইন্টারনেটে বেশী সংবাদ দেওয়া ও নিয়মিত আপডেট করা, শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান প্রীতিভাজনেষু নিয়মিত প্রচার করা, বাংলাদেশ সংলাপ ও ধারাবাহিক অনুষ্ঠানগুলো সিডি/ডিভিডি আকারে প্রকাশ করা, বিবিসি থেকে শ্রোতাদের পাঠানোর জন্য নিয়মিত অনুষ্ঠানসূচী ও ক্যালেন্ডার প্রকাশ করা, যুবকদের নিয়ে নানামুখী অনুষ্ঠান করা ইত্যাদি বিষয় উঠে আসে। সাবির মোস্তাফা জানান সারাদেশে এফ.এম ব্রান্ডে বিবিসির অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে বংলাদেশ বেতারের সাথে তাদের আলোচনা অব্যাহত আছে। দুপুরে আরো দু’টি নতুন অধিবেশন চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সাবির মোস্তাফা শ্রোতাদের অবহিত করেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে দু’মিনিটের একটি সংবাদ প্রচারের ব্যবস্থা হচ্ছে বলে তিনি জানান। শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান প্রীতিভাজনেষু নিয়মিত প্রচার করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। কর্মী সংকটের কারনে ইন্টারনেটে বেশী সংবাদ দেওয়া সম্ভব না হলেও অনুষ্ঠান নিয়মিত আপডেট করার কথা জানান। এছাড়া বাংলাদেশ সংলাপ ও ধারাবাহিক অনুষ্ঠানগুলো সিডি/ডিভিডি আকারে প্রকাশ করা, বিবিসি থেকে শ্রোতাদের পাঠানোর জন্য নিয়মিত অনুষ্ঠানসূচী ও ক্যালেন্ডার প্রকাশ করা, যুবকদের নিয়ে নানামুখী অনুষ্ঠান করার বিষয়ে শ্রোতাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে পূরনের আশ্বাস দেন।
শ্রোতা সম্মেলনে চট্টগ্রাম থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, গাজীপুর শাখা রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি, কুষ্টিয়ার সোহেল রানা হূদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল, টাঙ্গাইলের মাসুদুর রহমান, নারায়নগঞ্জ রূপগঞ্জ নেশামুক্ত শ্রোতা সংঘের ওসমান গণী, ঢাকার মোস্তফা কামাল, মাহাবুবুল আলম, সালেহ মতিন, মাগুরার মিঠুন বিশ্বাস, গোপালগঞ্জের বিধান চন্দ্র টিকাদার, বাংলাদেশ প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি সারোয়ার হোসেন সহ ঢাকার আশে পাশে বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রোতাবন্ধুরা উপস্থিত ছিলেন। মাগরিবের আযান হলে সবাই মিলে একত্রে ইফতার করার পর আরো কিছু সময় আলোচনা অব্যাহত থাকে। সন্ধ্যা ৭.৪৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয়। এরপর ফটোসেশন শেষে শ্রোতারা ঘরে ফিরতে শুরু করেন।
No comments:
Post a Comment