বন্ধুরা, আপনারা চীনা চলচ্চিত্র কখনো দেখেছেন কি? চীনা চলচ্চিত্রের ইতিহাস এক শ' বছরেরও বেশি সময়ের এবং এ চলচ্চিত্র এখন সারা বিশ্বে সমাদৃত।
এ উপলক্ষে আমরা এপ্রিল থেকে আগামী জুলাই মাস পর্যন্ত "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে মোট দশটি প্রশ্ন থাকবে এবং বেতার, ওয়েবসাইট ও ম্যাগাজিনে একসাথে আয়োজিত হবে। আশা করি, সব বন্ধুরা অংশ নেবেন।
আপনারা আমাদের ঠিকানায় ও ইমেল ঠিকানায় প্রশ্নের জবাব পাঠাতে পারেন।
ঠিকানা:
China Radio International
Shijingshan Road A16
Shijingshan District
Beijing, China 100040
ইমেল ঠিকানা: ben@cri.com.cn
ফোন নম্বর: 0086-01-68892420/68892299
প্রশ্ন সমূহ
১) চীনের প্রথম চলচ্চিত্র কোন সালে তৈরী করে?
২) কোন সময় ছিল চীনা চলচ্চিত্র ইতিহাসের প্রথম জোয়ার?
৩) কোন চলচ্চিত্র গোল্ডেনবিয়ার পুরস্কারের জন্য মনোনিত হয় এবং ২০০৯ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয়?
৪) লস্ট অন জার্নি চলচ্চিত্রটি কী গল্পের উপর ভিত্তি করে তৈরী?
৫) দি ম্যাসেজ (বার্তা) চলচ্চিত্রটি ১৭তম পেইচিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালে কি পুরস্কার পেয়েছিলো?
৬) কোন বছরে ওয়ান্স আপন এ টাইম ইন চায়না-থ্রি (কোনো এক সময় চীনে-৩) সেরা যৌথ প্রযোজনার ছবির ক্যাটাগরিতে হান্ড্রেড ফ্লাওয়ার্স পুরস্কার অর্জন করে?
৭) সিটি অব লাইফ এ্যান্ড ডেথ (জীবন মৃত্যুর শহর) কোন শহরে তৈরী হয়েছে?
৮) লাভ ইজ নট ব্লাইন্ড (ভালোবাসা অন্ধ নয়) কী ধরনের চলচ্চিত্র?
৯) ওশেন হ্যাভেন (সমুদ্র স্বর্গ) কোন সালে নির্মিত?
১০) কনফুসিয়াস কিসের উপর ভিত্তি করে নির্মিত?
প্রতিবেদনের লিংক:
No comments:
Post a Comment