স্মারক: (সিআরআই শ্রোতা জরিপ ২০১২/ফলাফল) ০২/০৫/২০১২
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে, শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআই’র এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এছাড়া কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছিলো। যার মধ্যে শ্রোতাদের কাছে নির্দিষ্ট একটি ফরমে ২২টি প্রশ্নের মতামত চাওয়া হয়েছিলো। এই জরিপে সর্বস্তরের শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১৭ই মার্চ ২০১২ থেকে ই-মেইল, ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক, ডাক যোগাযোগ (রেজিষ্ট্রি, ইউসিপি, সাধারণ, বুকপোস্ট), কুরিয়ার সার্ভিস এবং স্বেচ্চাসেবকদের মাধ্যমে সরাসরি ফরম বিতরনে উদ্যোগ গ্রহণ করে।
এই বহুবিধ নেটওয়ার্কিং-এর মাধ্যমে জরিপ ফরমে উল্লেখিত প্রশ্নের আলোকে শ্রোতারা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন।
জরিপে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শহিদুল কায়সার লিমন (গাজীপুর), সোহেল রানা হৃদয় (ঢাকা), এম.শামসুল ইসলাম (বগুড়া), হারুন-অর-রশিদ এবং এস.এম.জে হাবিব (রাজশাহী)।
বাংলাদেশের ঢাকা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, সিলেট, পাবনা, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, রাজশাহী, মৌলভীবাজার, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, জয়পুরহাট, মাগুরা, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নারায়নগঞ্জ এবং ময়মনসিংহ সহ মোট ২৩টি জেলা থেকে ২৮২ জন এছাড়া মুর্শিদাবাদ, ভারত থেকে ১ জন শ্রোতা সহ সর্বমোট ২৮৩ জন শ্রোতাবন্ধু এবারের শ্রোতা জরিপে অংশ গ্রহণ করেছেন।
জরিপ চলাকালীন সময়ের মধ্যে (শেষের দিকে) বাংলাদেশে পর পর বেশ কয়েক দফায় একাধিক বার হারতাল পালিত হওয়ায় শ্রোতাদের পাঠানো জরিপের ফরম আমাদের ক্লাবের দপ্তরে সঠিক সময়ে এসে পৌঁছাতে বিঘ্নয় ঘটে। ফলে ৩০ এপ্রিলের পরিবর্তে ২মে পর্যন্ত আমাদের কাছে যতগুলি পূরণকৃত জরিপ ফরম এসে পৌঁছেছে আমরা শুধুমাত্র সেগুলিকে জরিপের আওতায় ধরে নিয়েছি। এ সময়ের মধ্যে আমরা শ্রোতাদের কাছ থেকে সর্বমোট ৩১৪টি উত্তরপত্র পেয়েছি কিন্তু ৩১টি ফরমের মধ্যে ২ এবং ৩ নং প্রশ্নের উত্তরের মধ্যে ত্রুটি বা সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আমরা সেগুলিকে জরিপের আওতায় আনতে পারিনি বা বাতিল করা হয়েছে। অর্থাৎ ৩১৪টি ফরমের মধ্যে ২৮৩টি ফরম জরিপের জন্য উপযুক্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে আরো বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর কাছ থেকে জানতে পেরেছি তারাও হরতালের কারনে দেরীতে ডাক যোগে জরিপের উত্তরপত্র পাঠিয়েছেন যা আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু আমরা আমাদের সময় সল্পতার কারণে ঐ উত্তরপত্র গুলি আসা পর্যন্ত অপেক্ষা না করে এখানেই জরিপের ফলাফল প্রকাশ করতে হচ্ছে। ফলে আমরা সেগুলিকে মূল জরিপের আওতায় আনতে না পারলেও ঐ সকল অংশগ্রহণকারীদের মতামতকে আমরা যথাযথ সন্মান দিয়ে আমাদের জরিপ জার্নালে সেগুলি প্রকাশ করবো।
যাদের মতামত মূল জরিপের আওতায় আনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে অথবা প্রকাশ করা হয়েছে তার ফলাফল হচ্ছে.................
No comments:
Post a Comment