রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য পঞ্চম পর্বের কুইজ দেয়া হলো। এ পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ১ জুন। উত্তর অবশ্যই ই-মেইলে পাঠাতে হবে। উত্তরপত্রে প্রতিযোগীর নাম- পূর্ণাঙ্গ ঠিকানা, টেলিফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। উত্তর পাঠানোর ঠিকানা- radio.tehran1983@gmail.com সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রশ্নমালা :
১. চলতি ফার্সি বছরকে ইরানের সর্বোচ্চ নেতা কি নামে অভিহিত করেছেন?
২. ইরানের সেনাবাহিনী প্রধানের পুরো নাম কি?
৩. বাহরাইনে মানবাধিকার নেতা আব্দুল হাদি আল-খাওয়াজা কবে থেকে অনশন শুরু করেন ?
৪. সম্প্রতি কোন বিশ্ব সংস্থা রমজান মাসের শেষ শুক্রবারকে ‘বিশ্ব কুদস দিবস' হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?
৫. ইরানের মাশহাদ নগরীতে নবী বংশের কোন ইমামের মাজার অবস্থিত ?
৬. ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা কে?
৭. ‘ইরান পরমাণু বোমা তৈরি করছে এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য ওয়াশিংটন এ পর্যন্ত পায়নি'-এ বক্তব্য কোন মার্কিন কর্মকর্তার?
৮. সায়েকে' শব্দটির অর্থ কি?
৯. পাশ্চাত্য ও ইসরাইলের সমালোচনা করে সম্প্রতি নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস একটি কবিতা লিখেছেন। কবিতাটির বাংলা নাম কি?
১০. ইরান গ্রিসের কোন কোম্পানি দু'টির কাছে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে?
No comments:
Post a Comment