আজ সোমবার, ২২ জুলাই
২০১৬।
CRILCB ব্লগের প্রতিবেদন
লিংক (ছবিসহ):
বেইজিং থেকে চীন আন্তর্জাতিক
বেতার, বাংলা বিভাগের দ্বিতীয় অধিবেশনে প্রচারিত হবে “আজকের টপিক” অনুষ্ঠান (৫
মিনিটের সংবাদের পর)।
অনুষ্ঠানের স্থিতি:
১০ মিনিট।
আজকের বিষয়: চীনের
সহযোগিতায় পদ্মাসেতু-তে সম্পূর্ণ আলাদা ভাবে যুক্ত হচ্ছে “রেলসেতু”। এ প্রসঙ্গে চীন
আন্তর্জাতিক বেতার-কে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত এম.পি। গত ১২ই আগস্ট, শুক্রবার সকালে সাক্ষাৎকারটি নিয়েছেন
সিআরআই-এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
এসময় সাক্ষাৎকার
গ্রহণের ছবি ও ভিডিও ধারণ করেছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা
শাখার সভাপতি মো: চাঁন মিয়া।
বাংলাদেশ সময় সন্ধ্যা
07:00টায় ঢাকা ও চট্টগ্রামের আশে-পাশের শ্রোতারা তাঁদের মোবাইল ফোনের ‘FM আ্যাপস’
অথবা ‘FM রেডিও’-তে অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে ঢাকা: FM-102 এবং চট্টগ্রাম:
FM-90.0 মেগাহার্জে।
এছাড়া বাংলাদেশ সময়
রাত 08:00টা এবং ভারতীয় সময় সন্ধ্যা 07:30টায় সর্বস্তরের শ্রোতারা তাঁদের রেডিও
সেটের মাধ্যমে অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে মিডিয়ামওয়েব (MW): 1269 কিলোহার্জ
এবং শর্টওয়েব (SW): 9490, 11610 কিলোহার্জে।
সবাইকে অনুষ্ঠানটি
শুনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান শুনে আপনার সুচিন্তিত মতামত দিয়ে সিআরআই-এর
সাথেই থাকুন। ধন্যবাদ
[নোট: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬, বাংলাদেশ সময় সকাল 10:00টায় শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের আশে-পাশের
শ্রোতারা তাঁদের মোবাইল ফোনের ‘FM আ্যাপস’ অথবা ‘FM রেডিও’-তে অনুষ্ঠানটির
পুন:প্রচার শুনতে পাবেন একি FM ফ্রিকোয়েন্সিতে।]
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক
বেতার
বাংলাদেশ।
সার্ক ব্লগের প্রতিবেদন
লিংক (সাক্ষাৎকার গ্রহণের ছবিসহ):
No comments:
Post a Comment