“তুমিই বেতার - রেডিও ইজ ইউ” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
১৩ ফেব্রুয়ারি সোমবার ৬ষ্ঠ বিশ্ব বেতার দিবস ২০১৭ উদযাপন করেছে
চীন এবং ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)। জাতিসংঘের অঙ্গ
সংগঠন ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশ
সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস
পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে
এই দিবসটি সরকারি ও বেসরকারি ভাবে পালিত হয়েছে। এতে অংশ নিয়েছে
বাংলাদেশ বেতারের ১২টি কেন্দ্র ঢাকা, সিলেট,
চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার সহ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), অন্যান্য বাণিজ্যিক ও কমিউনিটি এফএম রেডিও এবং বেতারের
সাথে সম্পৃক্ত শ্রোতা ও শ্রোতাক্লাবে নেতৃবৃন্দ। বাংলাদেশের
সামগ্রিক উন্নয়নে রেডিও স্টেশনগুলির পাশাপাশি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), কৈশরের অগ্রদূত বেতার শ্রোতাক্লাব সহ অন্যান্য শ্রোতা
ও শ্রোতাক্লাব গুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
১৩ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ
বেতারের আয়োজনে ১২টি কেন্দ্র থেকে একযোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠানে জাতীয় বেতার ভবনে রঙিন বেলুন
উড়িয়ে ৬ষ্ঠ বিশ্ব বেতার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
এম,পি। এসময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা
আহমদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত
দায়িত্ব) ও অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আনজুমান
আরা, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মীর শাহ আলম সহ বেতারের বিভিন্ন
স্তরের কর্মকর্তা, কলাকুশলী, শিল্পী, বিভিন্ন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিবৃন্দ, প্রাইভেট ও কমিউনিটি এফএম রেডিওর প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
দিদারুল ইকবাল, মহাসচিব এম. ফোরকান, ঢাকা শাখার সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী,
শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন সাগর, রাঙ্গামাটি
জেলা শাখার সভাপতি মো. শাজাহান মোল্লা শাজু, সাতক্ষীরা জেলা
শাখার সভাপতি এস.এম. আক্তুরুল ইসলাম, চট্টগ্রাম
বোয়াখালী উপজেলা শাখার সভাপতি শাহ মো. ইউনুছ আনসারী সহ তিনশতাধিক
শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ।
৬ষ্ঠ বিশ্ব বেতার দিবসের দিনব্যাপী আয়োজনের দ্বিতীয়
পর্বে ছিলো বেতার দিবসের উপর আলোচনা সভা। এতে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম,পি। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সাথে
বাংলাদেশ বেতার ওতপ্রোতভাবে জড়িত। বেতার উন্নয়নের উৎসাহ এবং
ইতিহাস-ঐতিহ্যের ধারক। বাঙালিকে জাতীয়তাবাদ শেখাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে বেতার। বেতার
যাপিত জীবনের কথা বলে। বেতার শুধু শোনায় না, সে শুনেও। বেতারের দায়বদ্ধতা রয়েছে
দেশের প্রতি, জনগণের প্রতি, ইতিহাসের
প্রতি। আজ ভাষার যে সংকট চলছে তার সমাধানে বেতারকে ভূমিকা
রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনায় অংশ নেন শ্রোতা ক্লাবের
দু’জন নির্ধারিত প্রতিনিধি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর চেয়ারম্যান
ও কৈশরের অগ্রদূত বেতার শ্রোতাক্লাবের সভাপতি।
শ্রোতা ক্লাবের নির্ধারিত প্রতিনিধির বক্তব্যে সাউথ
এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল, বাংলাদেশ বেতারের
মহাবিপদ সম্পর্কিত সতর্কবার্তার সংবাদ শুনে কিভাবে তিনি ও তার পরিবার ১৯৯১ সালের ২৯শে
এপ্রিল স্মরণাতীতকালের ভয়াবহ প্রলঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে প্রাণে বেঁচে
জান সেই ঘটনার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। একটি বেতার যন্ত্র
ও বাংলাদেশ বেতার এবং আন্তর্জাতিক বেতারের বিভিন্ন অনুষ্ঠান তার জীবনকে কিভাবে পাল্টে
দিয়েছে এবং রেডিও তার জীবনের শিরা-উপশিরা,
রন্ধ্রে রন্ধ্রে, আষ্টেপৃষ্ঠে কিভাবে জড়িয়ে আছে তা
তুলে ধরেন। তিনি বলেন, বেতার বিনোদনের
পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং দুর্যোগে যে মহামানবের
ভূমিকা পালন করে তার আর্থিক মূল্য বা গুরুত্ব তাৎক্ষণিক চোখে না পড়লেও পরে তা অনূভব করা যায়, বুঝা যায়।
দিদারুল ইকবাল তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান নতুন প্রযুক্তি ডিআরএম (ডিজিটাল রেডিও মোন্ডিআলে DRM-Digital Radio Mondiale) সিস্টেমে চালু করতে হবে এবং বাংলাদেশ বেতারের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল শ্রোতা ক্লাবকে ২টি করে উন্নত প্রযুক্তির ডিজিটাল রেডিও প্রদান করতে হবে। বাংলাদেশ বেতারের সকল নিবন্ধিত শ্রোতা ক্লাবগুলির মধ্যে সাংগঠনিক প্রতিযোগিতা বাড়াতে হবে, ক্লাবগুলিকে কর্মমূখর করা সহ সামাজিক দায়িত্ব পালনে উদ্বোদ্ধ করে তুলতে হবে, ক্লাবগুলিকে জাতীয় ভাবে মূল্যায়ন পূর্বক প্রতি বছর শ্রেষ্ঠ কর্মঠ শ্রোতাক্লাব নির্বাচিত করে স্বীকৃতি দিতে হবে, জাতীয় ভাবে পুরস্কৃত করতে হবে। এতে করে ক্লাবগুলি তাদের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় উৎসাহিত হবে, আগ্রহ বাড়বে এবং সামাজিক দায়িত্বপালন সহ বেতারের প্রচারনায় আরো শক্তিশালী ভূমিকা পালন করবে। এছাড়া তিনি বেতার কর্তৃপক্ষের কাছে দাবী করেন বাংলাদেশ বেতারের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে যত ধরনের কুইজ ভিত্তিক অনুষ্ঠান রয়েছে বা প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিটি কুইজ বা প্রতিযোগিতার বিজয়ীকে যেন পুরস্কারের পাশাপাশি অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হয়। কারণ, সার্টিফিকেট হচ্ছে একজন পুরস্কার বিজয়ীর অন্যতম প্রমানপত্র। তাছাড়া বর্তমানে বাংলাদেশ বেতার থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যে ধরনের পুরস্কার প্রদান করা হয় তার মূল্য তুলনামূলক কম এবং প্রায় পুরস্কার একি ধরনের, কাজেই চলতি বছর থেকে যেন উন্নতমানের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়, ভিন্ন ভিন্ন আইটেমের।
দিদারুল ইকবাল তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান নতুন প্রযুক্তি ডিআরএম (ডিজিটাল রেডিও মোন্ডিআলে DRM-Digital Radio Mondiale) সিস্টেমে চালু করতে হবে এবং বাংলাদেশ বেতারের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল শ্রোতা ক্লাবকে ২টি করে উন্নত প্রযুক্তির ডিজিটাল রেডিও প্রদান করতে হবে। বাংলাদেশ বেতারের সকল নিবন্ধিত শ্রোতা ক্লাবগুলির মধ্যে সাংগঠনিক প্রতিযোগিতা বাড়াতে হবে, ক্লাবগুলিকে কর্মমূখর করা সহ সামাজিক দায়িত্ব পালনে উদ্বোদ্ধ করে তুলতে হবে, ক্লাবগুলিকে জাতীয় ভাবে মূল্যায়ন পূর্বক প্রতি বছর শ্রেষ্ঠ কর্মঠ শ্রোতাক্লাব নির্বাচিত করে স্বীকৃতি দিতে হবে, জাতীয় ভাবে পুরস্কৃত করতে হবে। এতে করে ক্লাবগুলি তাদের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় উৎসাহিত হবে, আগ্রহ বাড়বে এবং সামাজিক দায়িত্বপালন সহ বেতারের প্রচারনায় আরো শক্তিশালী ভূমিকা পালন করবে। এছাড়া তিনি বেতার কর্তৃপক্ষের কাছে দাবী করেন বাংলাদেশ বেতারের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে যত ধরনের কুইজ ভিত্তিক অনুষ্ঠান রয়েছে বা প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিটি কুইজ বা প্রতিযোগিতার বিজয়ীকে যেন পুরস্কারের পাশাপাশি অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হয়। কারণ, সার্টিফিকেট হচ্ছে একজন পুরস্কার বিজয়ীর অন্যতম প্রমানপত্র। তাছাড়া বর্তমানে বাংলাদেশ বেতার থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যে ধরনের পুরস্কার প্রদান করা হয় তার মূল্য তুলনামূলক কম এবং প্রায় পুরস্কার একি ধরনের, কাজেই চলতি বছর থেকে যেন উন্নতমানের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়, ভিন্ন ভিন্ন আইটেমের।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত
দায়িত্ব) শাহজাদী আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের
উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল ও প্রধান প্রকৌশলী, বিএনএনআরসি’র সিইও এএইচএম বজলুর রহমান প্রমূখ।
বিকেলে বিশ্ব বেতার দিবসের ‘থিম
সং’ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আগুন, রেজওয়ানা
চৌধুরী বন্যা, ইয়াসমিন মুসতারী সহ বাংলাদেশ বেতারের জনপ্রিয়
শিল্পীরা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে
রাত ৮টা পর্যন্ত ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, ঢাকা-খ
৮১৯ কিলোহার্জ, এফএম ৯৭.৬ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম-এফএম
৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এর মাধ্যমে সরাসরি সম্প্রচার
করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট এফএম ৮৮.৮ মেগাহার্জে, কক্সবাজার
১০০.৮, খুলনা ১০০.৮ (নওয়াপাড়া, যশোর) মেগাহার্জে
টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে এবং কুমিল্লা ১০৩.৬ মেগাহার্জে
বাংলাদেশ বেতার ঢাকা-ক থেকে একযোগে রীলে করা হয়।
মো. ইয়াকুব আলী
সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক)
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment