শ্রোতাবন্ধুরা,
বিশ্বজুড়ে চলছে কোভিড-১৯ বা করোনা ভাইরাসের মহামারী। বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সর্বত্র। কোন
শ্রেণী বা পেশা মানছে না এই করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার-নার্স,
ব্যাংকার, পুলিশ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা-কর্মচারী কেউই রক্ষা পাচ্ছেনা প্রাণঘাতী
এই অচেনা শত্রুর হাত থেকে।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে যেসকল সংবাদকর্মী
রাত দিন তথ্য সংগ্রহ করে রেডিও-টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোট্রাল ও সামাজিকযোগাযোগের
মাধ্যমে জনগণের দৌরগোড়ায় তথ্য পৌঁছে দিচ্ছেন সেই মিডিয়া পাড়ায় বা গণমাধ্যমেও ব্যাপক
ঝুঁকি তৈরী করেছে কোভিড-১৯।
এই ভাইরাস শুধু যে মৃত্যুর মাধ্যমে সীমাবদ্ধ
রয়েছে তা কিন্তু নয়, এই করোনা আঘাত হেনেছে কর্মসংস্থানেও। সর্বত্র একটা আতঙ্ক বিরাজ করছে। সামনে অজানা ভবিষ্যৎ। কোথায় গিয়ে
শেষ হবে করোনার সীমানা কেউ তা জানেনা।
বাংলাদেশের এমন পরিস্থিতিতে চীন আন্তর্জাতিক বেতার বা চায়না মিডিয়া গ্রুপের
বাংলাদেশ মনিটর দিদারুল ইকবালকে সাক্ষাৎকার দিয়েছেন,
(১) চুয়াডাঙ্গা থেকে মাচরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক
ফায়জার চৌধুরী;
(২) ঢাকা থেকে লাল সবুজের কথা ডটকম এর সম্পাদক
ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক নাসিমা আক্তার সোমা;
(৩) ঢাকা থেকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মফস্বল
সম্পাদক ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পী।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)
বাংলাদেশ।
মোবাইল: 01711-054985
====================
সাক্ষাৎকার ধারণ: ২৮-২৯/০৪/২০২০
রেকর্ডিংকৃত সাক্ষাৎকারের অডিও লিংক:
অনুষ্ঠান প্রচারের সম্ভাব্য তারিখ: ০২ বা ০৯/০৫/২০২০,
শনিবার
অনুষ্ঠানের নাম: মুক্তার কথা
উপস্থাপনা ও প্রযোজনায়: ছাই ইউয়ে (মুক্তা)
সাক্ষাৎকার গ্রহণ: দিদারুল ইকবাল
No comments:
Post a Comment